বন্ধুর বউকে বিয়ে করতে বন্ধুর মাথা থেঁতলে রেললাইনে ফেলে দিল যুবক
নিহত দলবীরের স্ত্রীকে ভালবাসত অভিযুক্ত গুলকেশ এবং তাঁকে বিয়ে করতে চেয়েছিল। তাই দলবীরকে হত্যার পরিকল্পনা করে সে।
নয়াদিল্লি: বন্ধুর স্ত্রী-কে বিয়ে করার জন্য একেবারে বন্ধুকে হত্যা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লির প্রেম নগর অঞ্চলে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক প্রথমে ইট দিয়ে বন্ধুর মাথা থেঁতলে দেয়। তারপর বন্ধু অচৈতন্য হয়ে পড়লে তাঁকে টেনে নিয়ে গিয়ে রেললাইনের ওপর ফেলে রাখে। পরে, ট্রেন এসে পিষে দিয়ে চলে যায় ওই বন্ধুকে। নিহতের একটি পা প্রেম নগরে মেলে। বাকি দেহ মেলে প্রায় এক কিলোমিটার দূরে। পুলিশ জানায়, নিহত দলবীরের স্ত্রীকে ভালবাসত অভিযুক্ত গুলকেশ এবং তাঁকে বিয়ে করতে চেয়েছিল। তাই দলবীরকে হত্যার পরিকল্পনা করে সে। হত্যার পর গুলকেশ পুলিশকে খবর দিয়ে ভুয়ো গল্প ফাঁদে। সে জানায়, কেউ দলবীরকে হত্যা করে ফেলে গিয়েছে। কিন্তু, তার জামাকাপড়ে কোথা থেকে রক্তের দাগ এল, তার কোনও সদূত্তর দিতে না পারায় গুলকেশের ওপর পুলিশের সন্দেহ হয়। টানা জেরায়, সে ভেঙে পড়ে সব কথা স্বীকার করে। পুলিশকে গুলকেশ জানায়, সোমবার সন্ধ্যায় সে দলবীরকে রেললাইনের কাছে ডাকে। যখন দুজনে হাঁটছিল, তখন ইট দিয়ে দলবীরের মাথায় আঘাত করে গুলকেশ। তাতে অচৈতন্য হয়ে পড়ে দলবীর। তখন তাঁকে টেনে রেললাইনের ওপর রেখে চলে আসে সে। গুলকেশ পুলিশকে এ-ও জানিয়েছে, দলবীরকে হত্যা করার পর সে গোটা ঘটনার কথা তাঁর স্ত্রীকে জানিয়েছিল।