এক্সপ্লোর
Advertisement
স্ত্রীর কাছ মুক্তিপণ আদায় করতে নিজের ছেলেকেই অপহরণ! গ্রেফতার স্বামী
নয়াদিল্লি: আত্মীয়র কাছ থেকে টাকা ধার করেছিলেন। কিন্তু শোধ দিতে পারছিলেন না। ধার শোধ করতে শেষপর্যন্ত নিজের ছেলেকে অপহরণ করে স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ আদায়ের ছক কষে গ্রেফতার ওই ব্যক্তি। মহম্মদ আয়ূব নামে ওই অভিযুক্ত ভাইপো তাজিমের সঙ্গে ছক কষে নিজের ১০ বছরের ছেলেকে অপহরণ করেন এবং স্ত্রীর কাছ থেকে ৭ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। শুধু তাই নয়, আয়ূব এই ঘটনায় মেহেদি হাসান নামে এক ব্যক্তিকে ফাঁসানোরও চেষ্টা করেন। অন্য এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে হাসানের সঙ্গে ঝগড়া রয়েছে আয়ূবের। পুলিশ সূত্রে এ কথা জানানো হয়েছে।
গত ১২ এপ্রিল আয়ূব তার ছেলেকে উত্তরপ্রদেশের বিজনোরে আত্মীয়র বাড়িতে পাঠান।এরপর তিনি পুলিশের কাছে অভিযোগ জানান যে, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে। এর পাঁচদিন পর তাজিমকে দিয়ে আয়ূব মুক্তিপণ চেয়ে ফোন করায়। তাজিম ও আয়ূব বারংবার হাসানের মোবাইল নম্বরেও ফোন করতে শুরু করে।
পুলিশ ঘটনার তদন্তে নেমে যে ফোন নম্বর থেকে মুক্তিপণ চাওয়া হয় সেটি ট্র্যাক করতে শুরু করে। ওই সিম যে ডিলার বিক্রি করেছিলেন তাঁকে জেরা করে পুলিশ। আর এতেই ঘটনায় আয়ূবের যোগ খুঁজে পায় পুলিশ। এরইমধ্যে, আয়ূব তার সঙ্গীকে দিয়ে ছেলেকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে থাকেন।
কিন্তু পুলিশের জেরায় ভেঙে পড়ে এই ঘৃণ্য ষড়যন্ত্রের কথা কবুল করেন আয়ূব। তিনি জানান, ধার শোধ করতে আত্মীয়রা চাপ দিচ্ছিলেন। সেই জন্যই এভাবে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন।
আয়ূবের সন্তানকে উদ্ধার করা হয়েছে। তাজিমকেও গ্রেফতার করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement