পণের দাবিতে স্ত্রীকে বেধড়ক মার, অ্যাসিড, পলাতক স্বামী
![পণের দাবিতে স্ত্রীকে বেধড়ক মার, অ্যাসিড, পলাতক স্বামী Man Beats Up Wife Pours Acid On Her Demanding More Dowry পণের দাবিতে স্ত্রীকে বেধড়ক মার, অ্যাসিড, পলাতক স্বামী](https://static.abplive.com/abp_images/393468/thumbmail/dowry-assault.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কোল্লাম (কেরল): ফের পণের শিকার গৃহবধূ।
খবরে প্রকাশ, কেরলের আলাপুঝা জেলায় অতিরিক্ত পণের দাবিতে স্ত্রীকে বেধড়ক মেরে তাঁর গায়ে অ্যাসিড ঢালাকর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
৩১ বছর বয়সী মহিলার অভিযোগ, তাঁর সঙ্গে প্রায়ই ঝগড়া করেন স্বামী ও শাশুড়ি। বাপের বাড়ি থেকে যথেষ্ট পরিমাণ পণ না আনার জন্য তাঁর ওপর চলত অকথ্য অত্যাচার।
মহিলার দাবি, ৯ বছর আগে তাঁর বিয়ে হয়। সেই সময় তাঁর বাবা ২ লক্ষ টাকা নগদ ও ২০ ভরি সোনা দেওয়ার কথা দিয়েছিলেন। কিন্তু, তিনি শুধু সোনাটাই দিতে পেরেছিলেন।
মহিলার অভিযোগ, নগদ না মেলায় তাঁর ওপর শ্বশুরবাড়ির লোকেরা নির্যাতন চালাত। পুলিশকে তিনি জানান, গত ৬ জুন, জ্বালানির কাঠ দিয়ে তাঁর মাথায় আঘাত করে স্বামী।
অভিযোগ, মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় যখন মহিলা মাটিতে লুটিয়ে পড়েছিলেন, সেই সময় তাঁর ওপর অ্যাসিড ছুঁড়ে মারে তার স্বামী। কোনওমতে, নিজের মুখ রক্ষা করতে পারলেও, অ্যাসিডের ফলে তাঁর কান, ঘাড়, কাঁধ ও পিঠ জ্বলে যায়।
মহিলা জানান, ওই অবস্থায় তিনি মাকে খবর দেন। তিনি মেয়েকে হাসপাতালে নিয়ে যান। মহিলার অভিযোগের ভিত্তিতে গত ১০ জুন মহিলার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা রুজু হয়। মহিলার স্বামী পলাতক।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)