এক্সপ্লোর
৩ মাসের মেয়েকে অপহরণ-ধর্ষণ, যাবজ্জীবন কারাবাস

হায়দরাবাদ: তিন মাসের মেয়েকে অপহরণ করে ধর্ষণে দোষীর যাবজ্জীবন কারাবাসের সাজা। ৫০ বছর বয়সি পেশায় ইলেকট্রিশিয়ান পাড়ি কৃষ্ণ নামে ওই ব্যক্তির ২ হাজার টাকার জরিমানা হয়েছে। অপহরণের জন্যও তার ৭ বছরের জেল হয়েছে। তবে দুটি সাজাই একসঙ্গে চলবে। হায়াতনগর থানায় ২০১৫-র ২২ নভেম্বর অপহরণ, ধর্ষণের অভিযোগ দায়ের হয়। অভিযোগকারীর দাবি, ২০ নভেম্বর রাত থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর তিন মাসের ভাগ্নীর। অনেক খোঁজাখুঁজির পর পরদিন শিশুকন্যাটিকে তাঁদের বাড়ির কাছেই অভিযুক্ত কৃষ্ণের কাছে পাওয়া যায়। কী করে বাচ্চাটি তার কাছে গেল, কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করে সন্তোষজনক উত্তর মেলেনি। তখনই আবিষ্কার হয়, বাচ্চাটি মারাত্মক জখম। হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা করে ডাক্তাররা জানান, তার ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়।গ্রেফতার হয় কৃষ্ণ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















