পোস্টকার্ডে স্ত্রীকে তিন তালাক, গ্রেফতার স্বামী

হায়দরাবাদ: পোস্টকার্ডের মাধ্যমে স্ত্রীকে তিন তালাক দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি।
খবরে প্রকাশ, গত ৯ মার্চ, হায়দরাবাদের বাসিন্দা ৩৮ বছরের মহম্মদ হানিফের বিয়ে হয় ২৬ বছরের এক স্থানীয় মুসলিম মহিলার সঙ্গে। কিন্তু, বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামী-স্ত্রীর সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
খবর, একদিন ঝগড়ার পর হানিফ মশা মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখান থেকেই স্ত্রীকে একটি পোস্টকার্ডে তিন তালাক লিখে পাঠিয়ে দেন হানিফ। তাঁর দাবি, স্ত্রী তাঁকে ‘বেইজ্জত’ করেছেন।
এরপরই স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন স্ত্রী। তাঁর পাল্টা দাবি, হানিফ তাঁকে ‘হেনস্থা’ করেছেন। পরের দিনই হানিফকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, এই প্রথম তিন তালাক ইস্যুতে স্ত্রীর অভিযোগে কোনও ব্যক্তিকে গ্রেফতার করার ঘটনা ঘটল।
তিন তালাককে তুলে দেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই চলে আসছে। এই নিয়ে একাধিক মুসলিম মহিলা আদালতের দ্বারস্থও হয়েছেন। কেন্দ্রও এই নিয়ে ভাবনাচিন্তা করছে।
গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট জানায়, তিন তালাক, নিকাহ হালালা এবং একাধিক বিয়ে-- এই ইস্যুগুলি ভীষণই গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। মে মাসের ১১ তারিখ থেকে এই ইস্যু নিয়ে শীর্ষ আদালতে শুনানি হওয়ার কথা। এর জন্য গঠিত হয়েছে বিশেষ সাংবিধানিক বেঞ্চ।
যদিও, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ একাধিক মুসলিম সংগঠন তালাক সহ একাধিক শরিয়া ইস্যুতে আদালতের হস্তক্ষেপের বিরোধিতা করেছে। তাদের দাবি, এই আইন কোরানে বর্ণিত রয়েছে। ফলে, এতে হস্তক্ষেপ করা ঠিক নয়।






















