এক্সপ্লোর
Advertisement
গোরক্ষকদের হয়রানির মিথ্যা অভিযোগ, গ্রেফতার
মুম্বই: শেষ পর্যন্ত গ্রেফতার মুম্বই নিবাসী ক্রিয়েটিভ ডিরেক্টর বরুণ কাশ্যপ, যিনি ফেসবুক পোস্টে গোরক্ষকদের বিরুদ্ধে তাঁকে হয়রানি, হেনস্থার অভিযোগ জানিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। কিন্তু পুলিশি তদন্তে ফাঁস হয়, তিনি যে ঘটনার অভিযোগ করেছেন, তেমন কিছু আদৌ হয়ইনি!
কয়েকদিন আগে কাশ্যপ ফেসবুক পোস্টে জানান, তিনি গত ২০ আগস্ট অটোয় চেপে আন্ধেরির কর্মস্থলে যাচ্ছিলেন। অটোচালক তাঁর সঙ্গের ব্যাগটি গরুর চামড়া দিয়ে তৈরি কিনা, প্রশ্ন করে। সেটি গরুর নয়, উটের চামড়ার বলে জানান তিনি। কিন্তু তা বিশ্বাস হয়নি অটোচালকের। সে একটি মন্দিরের সামনে অটো দাঁড় করিয়ে কয়েকজনকে ডেকে আনে। তারাও তাঁকে ঘিরে ধরে জেরা করে। তবে তাঁর নাম শুনে ব্রাহ্মণ বলে মনে হওয়ায় তাঁকে ছেড়ে দেয় তারা। ফেসবুক পোস্টটি ভাইরাল হয়ে যায়। কিন্তু তদন্ত করে
শহরতলির আম্বোলি থানার পুলিশ জানতে পারে, কাশ্যপ তথাকথিত হয়রানির ঘটনার সময় বাড়িতেই ছিলেন, এমনকী সেদিন বাড়ি থেকে বেরিয়ে মাত্র ৮-৯ মিনিটে অফিসে ঢুকে যান তিনি।
শনিবারই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ তৈরি করা), ১৮২ (সরকারি কর্মীকে মিথ্যা তথ্য দেওয়া) ধারায় মামলা দায়ের করে ২৪ বছর বয়সি কাশ্যপের বিরুদ্ধে। কাল তাঁকে আদালতে তোলা হবে।
মুম্বই পুলিশের মুখপাত্র ডিসিপি অশোক দুধে বলেন, অভিযোগটি গুরুতর বলে বিশেষ টিমকে দায়িত্ব দেওয়া হয়। অটো চালক ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বাকি সবাইকে জিজ্ঞাসাবাদ করি আমরা। কাশ্যপের দেওয়া বিবরণ মিলিয়ে অভিযুক্তের স্কেচ আঁকানো হয়। তবে পূর্ণাঙ্গ তদন্ত, যাবতীয় নথি হাতে আসার পর স্পষ্ট হয়, সেরকম কোনও কিছুই হয়নি। যদিও আপ নেত্রী প্রীতি মেননের দাবি, এসআই দয়া নায়ক কাশ্যপের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করেছেন। নায়ক ও অন্য পুলিশ অফিসাররা চাপ দিয়ে, প্রাণের ভয় দেখিয়ে কাশ্যপকে বয়ান বদলাতে বাধ্য করেন বলে অভিযোগ তাঁর। যদিও কাশ্যপের ওপর চাপ সৃষ্টির অভিযোগ খারিজ করেছেন দুধে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement