এক্সপ্লোর
প্রয়োজনের তুলনায় কম, ইন্দোরের সরকারি হাসপাতালে একই স্ট্রেচারে শুইয়ে এক্স রে রুমে পাঠানো হল মহিলা, পুরুষ রোগীকে!
ঘটনার ভিডিও ভাইরাল হলে হাসপাতালের মেডিকেল সুপার ডঃ পি এস ঠাকুর ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় সমেত অন-ডিউটি স্টাফদের শোকজ নোটিস দিয়েছেন। যদিও স্ট্রেচার ও অন্যান্য পরিষেবার অভাব থাকার কথা মেনে নিয়েছেন তিনি।

ইন্দোর: দেশের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার ছবি ফুটে উঠল মধ্যপ্রদেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে। পর্যাপ্ত স্ট্রেচারের অভাবে ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালের এক্স রে রুমে মহিলা ও পুরুষ রোগীকে বাধ্য হয়ে নিয়ে যেতে হল একই স্ট্রেচারে শুইয়ে!
১২দিন আগে ভর্তি হওয়া সঙ্গীতা নামে ওই মহিলা রোগীর ডান পায়ে ফ্র্যাকচার হয়েছে। তাঁর স্বামী ধর্মেন্দ্র বলেছেন, স্ত্রী ভর্তি হন অর্থোপেডিক ওয়ার্ডে। স্ট্রেচার কম থাকার উল্লেখ করে তাঁকে এক পুরুষ রোগীর সঙ্গেই নিয়ে যাওয়া হয় কিছু পরীক্ষানিরীক্ষার জন্য। দ্রুত চিকিত্সা করাতে চাই বলে একই বিছানায় পুরুষ রোগীর সঙ্গে ওঁকে নিয়ে যেতে দিতে রাজি হই। আর কিছু করার ছিল না। তবে কেন একই স্ট্রেচারে দুজন রোগী, প্রশ্ন করা হলে সঙ্গীতা বলেন, ডাক্তারের নির্দেশ। যদিও স্ট্রেচারের আরেকজনের সঙ্গে যেতে অসুবিধা হওয়ার কথাও বলেন তিনি।
সঙ্গীতার স্বামীর আরও দাবি, কর্তব্যরত ডাক্তারও জানিয়ে দেন, তিনি যে সময় দিয়েছেন, তখনই দুজনকে একসঙ্গে নিয়ে যেতে হবে। কেননা তিনি কাজের সময় পেরিয়ে গেলে রোগী দেখবেন না।
ঘটনার ভিডিও ভাইরাল হলে হাসপাতালের মেডিকেল সুপার ডঃ পি এস ঠাকুর ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় সমেত অন-ডিউটি স্টাফদের শোকজ নোটিস দিয়েছেন। যদিও স্ট্রেচার ও অন্যান্য পরিষেবার অভাব থাকার কথা মেনে নিয়েছেন তিনি।
সম্প্রতি নীতি আয়োগ প্রকাশিত দেশের মেডিকেল পরিকাঠামো ও অন্যান্য সুবিধা-পরিষেবা সংক্রান্ত এক রিপোর্টে যেসব রাজ্যের পারফরম্যান্স খুবই খারাপ বলে উল্লেখ করা হয়েছে, সেগুলির মধ্যে আছে মধ্যপ্রদেশ। তাদের স্থান ১৮-তম। রাজ্যের জব্বলপুরে সরকারি মেডিকেল কলেজে এক রোগীকে বেডশিটে টেনে হিঁচড়ে নিয়ে যেতে দেখা গিয়েছিল আয়াকে। ১৫ জুন এক বৃদ্ধকে মৃত ঘোষণা করে মর্গে পাঠিয়ে দেওয়া হয়। পরদিন সকালে ময়না তদন্তের জন্য দেহ বের করলে দেখা যায় তিনি জীবিত, শ্বাসপ্রশ্বাস চলছে। একরাত মর্গে কাটানো ব্যক্তি সেদিনই মারা যান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট























