এক্সপ্লোর
Advertisement
মানিক সরকার রাজ্য রাজনীতির 'খলনায়ক', বললেন ত্রিপুরার মন্ত্রী
আগরতলা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন ত্রিপুরার বিজেপি সরকারের আইন ও পরিষদীয়মন্ত্রী রতন লাল নাথ। বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার সময় মন্ত্রী মানিক সরকারকে রাজ্য রাজনীতির 'খলনায়ক' বলে মন্তব্য করলেন। অন্যদিকে, রাজ্যের নয়া সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকার। সেইসঙ্গে বিজেপির বিরুদ্ধে রাজ্যজুড়ে বামকর্মীদের ওপর হিংসার অভিযোগ নিয়েও সরব হয়েছেন।
রাজ্যে রাজনৈতিক হিংসার দায় অবশ্য রতন লাল সিপিএমের ঘাড়েই চাপিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, রাজ্যে ভোটের আগে অনেক বিজেপি কর্মী-সমর্থকদের খুন করা হয়েছে। সিপিএমের পার্টি অফিসগুলিতে হানা দিয়ে পুলিশ প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে বলেও দাবি করেছেন মন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, বিজেপি ও আইপিএফটি-র কর্মীদের ওপর সন্ত্রাস চালাতে সিপিএম পার্টি অফিসগুলিতে অস্ত্র মজুত রেখেছিল।
রতন লালের দাবি, রাজ্যে এখন কোথাও কোনও অশান্তি নেই। তাঁর দাবি, সিপিএম অশান্তি তৈরি করতে বিজেপি ও আইপিএফটি-তে তাদের সমর্থক 'ঢুকিয়ে' দিয়েছিল।
রতন লাল বলেছেন, ত্রিপুরা রাজনীতির খলনায়ক হিসেবে মানিক সরকারের মুখোশ খুলে গিয়েছে। তাঁর ২০ বছরের শাসন প্রহসন ছাড়া অন্য কিছুই নয়। মন্ত্রী আরও বলেছেন, গত ২৫ বছর ধরে কমিউনিস্টদের দমবন্ধকর শাসনের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে।
অন্যদিকে, মানিক সরকার বলেছেন, তাঁরা বিজেপি নেতৃত্বাধীন সরকারকে সব ধরনের গঠনমূলক সহযোগিতা করবেন। একইসঙ্গে তিনি বলেছেন, রাজ্যে অস্থিরতা তৈরির একটি পরিকল্পিত চেষ্টা চলছে। বামদলগুলির কয়েকশ কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে বা দখল করা হয়েছে। দলের সমর্থকরা ঘরছাড়া এবং অনেকেই আহত হয়েছেন। এই হিংসা মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে আর্জি জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement