এক্সপ্লোর
Advertisement
মার্ক্স আছেন, নেই ভারতের ইতিহাস: নবম শ্রেণির ইতিহাস বই নিয়ে ত্রিপুরায় বিতর্ক তুঙ্গে
আগরতলা: রাজস্থানের অষ্টম শ্রেণির ইতিহাস বই থেকে জওহরলাল নেহরুর নাম বাদ যাওয়ায় বিতর্ক কম হয়নি। এবার বিস্মৃতির সেই একই পথে আরও অনেকটা এগিয়ে গেল সিপিএম শাসিত ত্রিপুরা। ক্লাস নাইনের ইতিহাস বই থেকে তারা গোটা ভারতের ইতিহাসটাই বাদ দিয়ে দিয়েছে।
বইটিতে একমাত্র ভারতীয় নেতা হিসেবে রয়েছেন মহাত্মা গাঁধী, তাও স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের জন্য নয়। ক্রিকেট সম্পর্কে তাঁর কী মতামত ছিল সেটিই এই ইতিহাস বইয়ে তুলে ধরা রয়েছে। বইটি লিখেছেন শ্যামবাজারের মহরাজা মণীন্দ্রচন্দ্র কলেজের ইতিহাস বিভাগের প্রাক্তন প্রধান কল্যাণ চৌধুরী। এতে রুশ ও ফরাসি বিপ্লবের উল্লেখ বিশদে রয়েছে, ইংল্যান্ডে ক্রিকেটের জন্মের কথা রয়েছে, আছে নাৎসিবাদ, অ্যাডলফ হিটলারের কথা। কার্ল মার্ক্স, কৃষির ইতিহাসও রয়েছে। সাঁওতাল বিদ্রোহ ও ব্রিটিশ আমলে সাঁওতালদের কাছ থেকে জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার ওপরে একটি অধ্যায়ও রয়েছে। নেই শুধু যে দেশে আমরা বাস করি, সেই ভারতবর্ষের ইতিহাস। ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে কোনও উল্লেখ নেই বইটিতে।
ত্রিপুরা শিক্ষা দফতর অবশ্য রাজ্যের সিপিএম সরকার তাঁদের এমন বই পাঠ্য করতে বাধ্য করেছে বলে মানতে রাজি নন। তাঁদের দাবি, এনসিইআরটির গাইডলাইন মেনেই এই নতুন সিলেবাস তৈরি করেছেন তাঁরা, নবম শ্রেণির ছাত্রছাত্রীদের আগে ভারতের ইতিহাস পড়ানো হয়েছে। দরকারে সামনের বছর বইটি পাল্টানো যাবে বলেও মন্তব্য করা হয়েছে।
রাজ্য বিজেপি অভিযোগ করেছে, বামেরা সব কিছু লাল রঙে দাগাতে চায়, তাই এভাবে শিক্ষাব্যবস্থা ধ্বংস করতে উঠে পড়েছে তারা। তাদের আরও অভিযোগ, মার্ক্স আর কমিউনিজমের পাঠ দিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement