এক্সপ্লোর
Advertisement
মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণা ইস্যুতে বাধা, চিনের সঙ্গে কথা বলবে ‘ক্ষুব্ধ’ ভারত
নয়াদিল্লি: পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার মূল চক্রী জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ করার জন্য রাষ্ট্রসঙ্ঘের সামনে পেশ করা ভারতের দাবিকে খণ্ডন করার বিরুদ্ধে চিনের কাছে ইস্যুটি তুলবে ‘ক্ষুব্ধ’ ভারত।
এদিন বিদেশমন্ত্রকের এক সূত্র জানান, এই ঘটনায় বেজিংয়ের ওপর ‘অসন্তুষ্ট’ নয়াদিল্লি। চিনের সঙ্গে পরবর্তী বৈঠকে এই ইস্যুতে নিজেদের প্রতিবাদ প্রতিবাদ জানাবে ভারত। জানা গিয়েছে, রাশিয়া-ভারত-চিন (রিক) সম্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহে মস্কো যাচ্ছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সম্মেলনের ফাঁকে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা সুষমার। বিদেশমন্ত্রক সূত্রে খবর, তখনই এই ইস্যুটি উত্থাপন করা হবে ভারতের তরফে।
গত সপ্তাহে আজহারকে জঙ্গি তকমা দিয়ে তার ওপর নিষেধাজ্ঞার দাবি তুলে রাষ্ট্রসঙ্ঘের নিষেধাজ্ঞা কমিটির কাছে দরবার করে ভারত। নয়াদিল্লি জানায়, পঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল এই মাসুদ আজহার। কিন্তু, ভারতের দাবিকে অন্যায্য বলে খণ্ডন করে চিন। তাদের বক্তব্য, নিরাপত্তা পরিষদের থেকে আজহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য যে দাবি করেছে ভারত, তা যথোপযুক্ত নয়। কারণ, তা সব শর্ত পূরণ করেনি।
প্রসঙ্গত, এই প্রথম নয়। অতীতেও পাক-মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে ভারতের তোলা দাবিতে বাধা দিয়েছে চিন। এর আগে ২০০৮ সালে মুম্বই হামলার সময়ও আজহারকে নিষিদ্ধ করার জন্য ভারতের দাবিকে ভেটো ক্ষমতা ব্যবহার করে আটকেছিল বেজিং।
শোনা যায়, পাকিস্তানের ‘অনুরোধে’ সেই সময় ভারতের দাবি কার্যকর হওয়া আটকেছিল বেজিং। এরপর গত জুলাই মাসেও জাকিউর রহমান লকভিকে পাক সরকার মুক্ত করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল ভারত। এই নিয়ে নিরাপত্তা পরিষদের শরণাপন্নও হয়েছিল নয়াদিল্লি। সেখানেও চিনের প্রতিবাদে ভারতের দাবি আটকে যায়।
বিশেষজ্ঞ মহলের ধারণা, এবারও তেমনটাই সম্ভবত হয়েছে। শুধু তাই নয়। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের জন্য ভারত দীর্ঘদিন ধরেই দাবি তুলে আসছে। বাকি সদস্যরা রাজি হলেও, চিনের তীব্র আপত্তিতে ভারত এই এলিট ক্লাবের সদস্য হতে পারেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement