এক্সপ্লোর
সহযাত্রীকে কদর্য যৌন ইঙ্গিত, দিল্লিতে বিমান থেকে নামিয়ে গ্রেফতার ১

নয়াদিল্লি: দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক মহিলা সহযাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। বেসরকারি ওই বিমানটি হায়দরাবাদ থেকে দিল্লি আসছিল। অভিযোগকারিণীর বক্তব্য, তিনি নিজের আসনে বসার পরেই পাশের যাত্রী প্যান্টের চেন খুলে হস্তমৈথুন শুরু করেন। সঙ্গে সঙ্গে ওই মহিলা বিমানসেবিকাদের ডাকেন, তাঁর আসন বদলে দেওয়া হয়। দিল্লি বিমানবন্দরে বিমান এসে পৌঁছলে পাকাপাকিভাবে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্তের নাম রমেশ চাঁদ, রোহিণীর বাসিন্দা। তাঁকে গ্রেফতার করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















