এক্সপ্লোর
Advertisement
ভারতে ১৬৯টি আউটলেট বন্ধের সিদ্ধান্ত ম্যাক ডোনাল্ডসের, চাকরি খোয়াতে পারে দশ হাজার কর্মী
নয়াদিল্লি: ফাস্টফুড চেইন ম্যাক ডোনাল্ডস সোমবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা উত্তর ও পূর্ব ভারতে সংস্থার ১৬৯টি আউটলেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, এখানে তাদের পার্টনার বিক্রম বক্সী কম্পানির সঙ্গে ঝামেলার জেরেই এই বন্ধের সিদ্ধান্ত। এর জেরে প্রায় দশ হাজার কর্মীর কাজ হারানোর সম্ভাবনা রয়েছে।
মার্কিন সংস্থা তাদের বিবৃতিতে জানিয়েছে, এখানে পার্টনার কনট প্লাজা রেস্তোরাঁ প্রাইভেট লিমিটেড তাঁদের সঙ্গে হওয়া চুক্তি লঙ্ঘন করেছে। সেইজন্যে বাধ্য হয়ে তাদের এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে।
এদিকে সিপিআরএল-এর এমডি বিক্রম বক্সী সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে দাবি করেছেন, এই সিদ্ধান্তে তাঁরা স্তম্ভিত। তাঁরা ম্যাক ডোনাল্ডসের সিদ্ধান্তের প্রতিবাদ করে আইনের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তা করছেন বলেও জানিয়েছেন বক্সী।
এদিকে এই ঘটনায় সংস্থার কর্মীদের ওপর মারাত্মক প্রভাব পড়বে বলা মনে করা হচ্ছে। কারণ প্রায় দশ হাজার কর্মী চাকরি হারাবেন। ধাক্কা খাবে সংস্থার শেয়ারও। এমন এক সময় ম্যাক ডোনাল্ডস তাদের আউটলেটগুলো বন্ধের সিদ্ধান্ত নিল, যখন তাদের ব্যবসায় ইতিমধ্যেই থাবা বসিয়ে দিয়েছে ডোমিনজ পিত্জা।
ম্যাক ডোনাল্ডস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, টার্মিনেশন নোটিস লাগু হওয়ার সঙ্গে সঙ্গে উত্তর ও পূর্ব ভারতের যেসমস্ত সংস্থা ম্যাক ডোনাল্ডসের নাম, ট্রেডমার্ক, ডিজাইন, ব্র্যান্ড এবং রেসিপি ব্যবহার করত, তাদের ১৫ দিনের মধ্যে সেগুলোর ব্যবহার বন্ধ করতে হবে। তবে পুরনো পার্টনারের সঙ্গে বিচ্ছেদ হলেও, নতুন পার্টনারের খোঁজে রয়েছে ম্যাক ডোনাল্ডস। তাদের হাত ধরেই ফের উত্তর ও পূর্ব ভারতে নিজেদের আউটলেট চালু করবে এই মার্কিন সংস্থা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement