চিকিৎসার জন্য ভারত ছেড়েছি, এফিডেভিট দিয়ে বোম্বে আদালতকে জানালেন মেহুল চোক্সি
ভারত ছেড়ে বিদেশে এসেছেন চিকিৎসার জন্য। আর সেই চিকিৎসার কারণেই দেশেও ফিরতে পারছেন না।

মুম্বই: ভারত ছেড়ে বিদেশে এসেছেন চিকিৎসার জন্য। আর সেই চিকিৎসার কারণেই দেশেও ফিরতে পারছেন না। বোম্বে আদালতে আজ এই বক্তব্যেই পেশ করলেন পঞ্জাব ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অন্যতম অভিযুক্ত মেহুল চোক্সি।
সোমবর বোম্বে হাইকোর্টে একটি এফিডেভিট দিয়ে মেহুল চোক্সির আইনজীবী বিজয় অগরওয়াল বিচারপতিকে জানান, তাঁর মক্কেল কোনও সন্দেহজনক পরিস্থিতিতে দেশত্যাগ করেননি। চিকিৎসা করাতেই দেশের বাইরে যেতে হয়েছে তাঁকে। প্রসঙ্গত, ২০১৮ সালের জানুয়ারি থেকেই তিনি দেশের বাইরে।
Mehul Choksi: I am willing to join the investigation but due to my medical issue, I am unable to travel. I undertake to travel to India as soon as I am medically fit to travel. pic.twitter.com/rgYBkf7cmp
— ANI (@ANI) June 17, 2019
এই মুহূর্তে ক্যারিবিয়ান দেশ অ্যান্টিগুয়াতে রয়েছেন মেহুল চোক্সি। ব্যাঙ্ক জালিয়াতিতে মেহুল চোক্সির সঙ্গেই অভিযোগ রয়েছে তাঁর ভাগ্নে নীরব মোদির বিরুদ্ধেও। এই দুইয়ের বিরুদ্ধে ১৩ হাজার ৪০০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ রয়েছে। ইডি ও সিবিআই, ভারতের দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাই এই ব্যাঙ্ক জালিয়াতি মামলার তদন্ত করছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
