ভারতীয় নৌসেনার ৫৭টি যুদ্ধবিমানের বরাত নিয়ে আশাবাদী মিগ
নয়াদিল্লি: ভারতীয় নৌসেনার জন্য অত্যাধুনিক যুদ্ধবিমানের বরাত নেওয়ার বিষয়ে আশাবাদী রুশ সংস্থা মিগ। বরাতে পেতে তারা প্রযুক্তি হস্তান্তর ও যৌথ নির্মাণেও আগ্রহী বলে জানিয়েছে তারা।
সংস্থার সিইও ইলিয়া তারাশেঙ্কো জানান, তারা শীঘ্রই এই মর্মে ভারত সরকারকে একটি বিস্তারিত প্রস্তাব পেশ করবে। সেখানে যৌথ উদ্যোগে বিমান নির্মাণের বিষয়টি উল্লিখিত থাকবে। তিনি যোগ করেন, মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে পূর্ণ সহযোগিতা করতে তারা প্রস্তুত।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে ৫৭টি মাল্টি-রোল কমব্যাট এয়ারক্র্যাফট (এমআরসিএ) কেনার জন্য বিশ্বব্যাপী যুদ্ধবিমান নির্মাণকারী সংস্থার থেকে রিক্যোয়েস্ট ফর ইনফরমেশন (আরএফআই) চেয়ে পাঠায় ভারত।
বর্তমানে, ৬টি যুদ্ধবিমান নৌসেনার চাহিদার যোগ্যতা বিচারের অধীন রয়েছে। সেগুলি হল—রাফাল (দাসো, ফ্রান্স), এফ-১৮ সুপার হর্নেট (বোয়িং, মার্কিন যুক্তরাষ্ট্র), মিগ ২৯-কে (মিগ, রাশিয়া), সাব (গ্রিপেন, সুইডেন), এফ-৩৫বি এবং এফ-৩৫সি (দুটিই লকহিড মার্টিন, মার্কিন যুক্তরাষ্ট্র)। এর মধ্যে রাফাল ও মিগ-২৯কে হল দুই-ইঞ্জিন বিশিষ্ট বিমান, অন্যগুলি এক-ইঞ্জিন বিশিষ্ট।
তারাশেঙ্কোর দাবি, ভারতী নৌসেনার জন্য মিগ-২৯কে হল সবচেয়ে ভাল। তিনি যোগ করেন, দুই দেশের মধ্যে দীর্ঘ ৫০ বছরের সামরিক সম্পর্ক রয়েছে। তিনি চান, এই সম্পর্ক আরও মজবুত হোক। বর্তমানে ভারতীয় নৌসেনায় ৪৫টি মিগ-২৯কে যুদ্ধবিমান রয়েছে।
গত জুন মাসে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি রাশিয়া সফরে গিয়েছিলেন। সেই সময় প্রযুক্তি হস্তান্তর ও বিভিন্ন অত্যাধুনিক সামরিক সরঞ্জামের যৌথ উৎপাদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল।
এই বরাতের ক্ষেত্রে মিগ-এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে বোয়িং। কারণ, সুপার হর্নেট বিমানের জন্য ভারতে কারখানা খোলার কথা জানিয়ে রেখেছে এই মার্কিন সংস্থা।