এক্সপ্লোর
Advertisement
মৃত্যু বন্ধ করতে না পারলে ইস্তফা দিক সরকার, দাবি কাশ্মীরের জোট সরকারের মন্ত্রীর স্ত্রীর
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে ক্ষমতাসীন বিজেপি-পিডিপি সরকারকে প্রবল অস্বস্তিতে ফেলে রাজ্যের অর্থমন্ত্রী হাসিব দ্রাবুর স্ত্রী রুহি নাজকি দাবি তুললেন, শাসক জোট উপত্যকায় সাধারণ মানুষের হত্যা বন্ধ করতে না পারলে ইস্তফা দিক।
গত ১৪ দিন ধরে উপত্যকার ঘটনাবলীকে ‘অনৈতিক, ট্র্যাজিক, অন্যায়’ আখ্যা দিয়েছেন টাটা ইনটেরাকটিভ সিস্টেমস-এর প্রাক্তন কর্মী রুহি। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ক্ষমতাসীন জোটকে উদ্যোগী হয়ে ভুলগুলি বন্ধ করতে হবে। নয়তো সরে যেতে হবে। আমার মত, ওদের পদত্যাগই করা উচিত। যেভাবে শিশুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে, প্রতিবাদী বিক্ষোভকারীদের অন্ধ করে দেওয়া, অঙ্গহানি করা হচ্ছে, একটা গোটা জাতিকে দমবন্ধ করা পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেটা অন্যায়। গত দু দশক বা ওরকম সময় ধরে এটা চলে আসলে সেটাও অন্যায়।
তিনি এও বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় একটা গোটা জাতিকে দিনের পর দিন মৌলিক পরিষেবাগুলি থেকে বঞ্চিত করা হচ্ছে। ফোন, খবরের কাগজ-দিনের পর দিন নেই। মানুষকে অন্তহীন কাল পণবন্দি থাকার মতো অবস্থায় রাখা হয়েছে। সবই হয়ে চলেছে জনসাধারণের ভোটে নির্বাচিত একটি সরকারের চোখের সামনে। ওদের পদত্যাগ করতে হবে যাতে অন্তত আমরা এটা মনে করতে পারি যে, মানুষের ভোটে নির্বাচিত প্রতিটি সরকারকেই ক্ষমতায় বসেই সংবেদনশীলতাহীন একনায়কে পরিণত হতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement