বিশ্বব্যাপী হিন্দির প্রচারে গত পাঁচ বছরে ৪৩.৪৮ কোটি টাকা খরচ করেছে সরকার: বিদেশ মন্ত্রক
গোটা বিশ্বে হিন্দি ভাষার প্রচারে প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা খরচ হয়েছে। গত পাঁচ বছরে এই টাকা খরচ করেছে বিদেশ মন্ত্রক।
নয়াদিল্লি: গোটা বিশ্বে হিন্দি ভাষার প্রচারে প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা খরচ হয়েছে। গত পাঁচ বছরে এই টাকা খরচ করেছে বিদেশ মন্ত্রক। রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরন। একই সঙ্গে তিনি সংসদকে জানিয়েছেন, গোটা বিশ্বে হিন্দির গ্রহণযোগ্যতা বাড়াতে প্রয়োজনীয় সবরকম চেষ্টাই করা হয়েছে। রাষ্ট্রসংঘে হিন্দিকে সরকারি ভাষা হিসেবে মান্যতা দেওয়ার জন্যও প্রস্তাব করে ভারত। সেখানে দুই-তৃতীয়াংশ সদস্য দেশ ভারতের এই প্রস্তাবকে সমর্থন করেছে।
প্রতি বছরের হিসেব তুলে ধরে মুরলিধরনের সংযোজন, “২০১৪-১৫ অর্থবর্ষে ২.৮৮ কোটি টাকা, ২০১৫-১৬ অর্থবর্ষে ১০.৮৮ কোটি টাকা, ২০১৬-১৭ অর্থবর্ষে ৫.০১ কোটি টাকা, ২০১৭-১৮ অর্থবর্ষে ৩.৫৪ কোটি এবং ২০১৮-১৯ অর্থবর্ষে সর্বাধিক ২১.১৭ কোটি টাকা ব্যয় করা হয়েছে। গত বছর জুলাই থেকে রাষ্ট্রসংঘ ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামে হিন্দিতে বিবৃতি প্রকাশ করেছে। চলতি বছরের জানুয়ারিতে বিশ্ব হিন্দি দিবসে রাষ্ট্রসংঘের তরফে হিন্দিতে ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। প্রতি সপ্তাহেই রাষ্ট্রসংঘের তরফে হিন্দিতে বুলেটিনও সম্প্রচার করা হয়েছে।” এই প্রচেষ্টার একটিই উদ্দেশ্য ছিল, গোটা বিশ্বে হিন্দি ভাষার প্রসার ও প্রচার।
বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে হিন্দি পড়ার জন্য শিক্ষার্থীদের স্কলারশিপও দেওয়া হয়েছে। এমনকি হিন্দি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের কথাও সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।