এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশে কল থেকে জল আনতে গিয়ে বচসা, কিশোরীর গায়ে আগুন ধরিয়ে দিল পাঁচ দুষ্কৃতী
কানপুর: কল থেকে জল আনতে গিয়ে উত্তরপ্রদেশে ১৬ বছরের কিশোরীর জীবন-সংশয়। কানপুরের দেহাতে প্রকাশ্যে কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ৫ যুবকের বিরুদ্ধে। রাজপুরের ভায়না গ্রামের কিশোরীর পরিবারের দাবি, শনিবার সন্ধেয় কল থেকে জল আনতে বালতি নিয়ে গিয়েছিল ওই কিশোরী। কিন্তু সেখানে কয়েকজন যুবকের সঙ্গে তার বচসা হয়। আর এরপরই দলবল নিয়ে কিশোরীকে ধরে কেরোসিন ঢেলে তার গায়ে আগুন লাগিয়ে দেয়। পরে কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অগ্নিদগ্ধ কিশোরীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
জানা গেছে, বীরু, সোনু, নীরজ সহ গ্রামের আরও দুজনের সঙ্গে এলাকার হ্যান্ডপাম্প থেকে জল তোলা নিয়ে বিবাদ ছিল কিশোরীর পরিবারের। গতকাল সন্ধেয় কিশোরী যখন জল আনতে যায় তখন সেখানে চলে আসে পাঁচ অভিযুক্ত। তারা কিশোরীকে জল নিতে বাধা দেয়। এরফলে কিশোরীর সঙ্গে অভিযুক্তদের বচসা শুরু হয়। তারা কিশোরীকে হুমকিও দেয়। কিন্তু বাধা না শুনে জল নিতে গেলে অভিযুক্তরা তার গায়ে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ জানিয়েছে।
কানপুরের হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে ওই কিশোরী। সার্কেল অফিসার অর্পিত কপূর জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে গ্রাম সংলগ্ন এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে।
Kanpur Dehat: 16-yr-old girl who was allegedly set ablaze by at least 3 people while she had gone to fill her bucket from tap last evening in Rajpur's Vaina village, admitted to hospital under critical condition. One person has been arrested , police is on the lookout for others. pic.twitter.com/KF4W01c2au
— ANI UP (@ANINewsUP) April 15, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement