এক্সপ্লোর
Advertisement
মোদী সরকারের জিএসটি পরিহাস, অত্যন্ত ত্রুটিপূর্ণ, দাবি চিদম্বরমের
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের জারি করা পণ্য ও পরিষেবা করের (জিএসটি) তীব্র সমালোচনা করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর দাবি, এই জিএসটি অত্যন্ত ত্রুটিপূর্ণ। এই জিএসটি-কে ‘এক দেশ, এক কর’ বলে চিহ্নিত করা যাবে না। কারণ, জিএসটি-তে সাত বা তার বেশি করের হার রয়েছে। কংগ্রেস এই করের হার কমিয়ে ১৮ শতাংশ করার দাবি জানাবে। পেট্রোলিয়াম, বিদ্যুৎ ও রিয়েল এস্টেটকে নতুন কর কাঠামোয় যুক্ত করারও দাবি জানাবে কংগ্রেস।
ইউপিএ সরকারের আমলে প্রথমবার জিএসটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এতদিন পরে চালু হল সেই কর। তবে চিদম্বরমের দাবি, তাঁরা যে জিএসটি চালু করতে চেয়েছিল, বর্তমান কর কাঠামো সেরকম নয়। এটা জিএসটি-র পরিহাস। জিএসটি-র কী প্রভাব পড়ছে, তার দিকে কংগ্রেসের নজর থাকবে। ব্যবসায়ী ও উপভোক্তাদের আশঙ্কা ও সমস্যার কথা তুলে ধরবে কংগ্রেস। আসল জিএসটি-র কথাও তুলে ধরবে কংগ্রেস।
চিদম্বরমের আরও দাবি, আরও দু মাস পরে জিএসটি চালু করা উচিত ছিল। তার আগে পরীক্ষামূলকভাবে নতুন কর ব্যবস্থা চালু করা উচিত ছিল। কংগ্রেসই যে সবার আগে জিএসটি চালু করতে চেয়েছিল, দেশজুড়ে তাঁরা সেই প্রচার করবেন। আসল জিএসটি চালু করারও দাবি জানাবেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement