এক্সপ্লোর
Advertisement
গোটা দেশে আইন করে নিষিদ্ধ হোক গোহত্যা, দাবি আরএসএসের
নয়াদিল্লি: গো রক্ষার নামে হিংসা কখনওই কাম্য নয়। আইন মানা উচিত সব সময়। রাজস্থানের আলোয়ারে গো রক্ষকদের হাতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওঠায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত এ কথা বললেন। একই সঙ্গে তাঁর দাবি, গোহত্যা নিষিদ্ধ হোক গোটা দেশে।
উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার রাজ্য জুড়ে বেআইনি কসাইখানা বন্ধ করে দিয়েছে। গোহত্যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন। গুজরাতও জানিয়ে দিয়েছে, গোহত্যা করলে সাজা আরও কড়া করতে চলেছে তারা।
গরু চোরাচালানের অভিযোগে রাজস্থানের আলোয়ারে ১ ব্যক্তিকে গো রক্ষকরা হত্যা করেছে বলে অভিযোগ। গো রক্ষা প্রসঙ্গে বলতে গিয়ে মোহন ভাগবত জানিয়েছেন, গো রক্ষার নামে কেউ আইন নিজের হাতে তুলে নেবে সেটা কখনওই কাম্য নয়, আইনের আওতায় থেকেই যা করার করা উচিত। একইসঙ্গে তাঁর দাবি, গোটা দেশে গোহত্যা বিরোধী আইন কার্যকর করতে হবে।
উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অবশ্য গোমাংস ভক্ষণ নিষিদ্ধ নয়, অরুণাচল প্রদেশ, মণিপুর সহ কয়েকটি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ইন্ডিয়া
Advertisement