এক্সপ্লোর
Advertisement
সুইস ব্যাঙ্কে জমা অর্থের নিরিখে ভারতের স্থান নেমে ৮৮ তম
জুরিখ ও নয়াদিল্লি: সুইত্জারল্যান্ডের ব্যাঙ্কগুলিতে টাকা রাখার পরিমাণের নিরিখে ভারতীয়দের স্থান ৮৮ তম স্থানে নেমে এসেছে। তালিকার শীর্ষে রয়েছে ব্রিটেন। সুইস ব্যাঙ্কগুলিতে বিদেশীদের গচ্ছিত মোট অর্থের মধ্যে ভারতীয়দের জমা অর্থের হার ০.০৪ শতাংশ (সাড়ে চার হাজার কোটি টাকা) । সুইস ন্যাশনাল ব্যাঙ্ক (এসএনবি) কর্তৃক প্রকাশিত ২০১৬-র শেষপর্যন্ত সময়ের তথ্য অনুসারে এ কথা জানা গিয়েছে।
২০১৫-তে ৭৫ তম, ২০১৪-এ ৬১ তম স্থানে ছিল ভারত। ২০০৭ পর্যন্ত অর্থ জমা রাখার পরিমাণের নিরিখে প্রথম ৫০-এর মধ্যেই ছিল ভারতের স্থান। ২০০৪-র ৩৭ তম স্থান ছিল ভারতের। তারপর থেকেই ভারতীয়দের অর্থ রাখার পরিমাণ কমেছে।
ভারত ও সুইতজারল্যান্ডের মধ্যে স্বয়ংক্রিয় তথ্যবিনিময় সংক্রান্ত নতুন ফ্রেমওয়ার্কের আগে এই তথ্য প্রকাশ করল এসএনবি। ওই তহবিলকে সুইস ব্যাঙ্কগুলির দায় বা তাদের গ্রাহকদের কাছে বকেয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। সুইস ব্যাঙ্কগুলির নিরাপদ হেফাজতে ভারতীয়দের বহুচর্চিত গচ্ছিত কালো টাকার পরিমাণ সম্পর্কে কোনও কিছু বলা হয়নি রিপোর্টে।
সুইত্জারল্যান্ডে কঠোর ব্যাঙ্কিং গোপনীয়তার সুযোগে বিভিন্ন দেশ থেকেই কালো টাকা জমা করা হয় বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিশ্বজুড়ে শোরগোল চলছে। এরই পরিপ্রেক্ষিতে সুইস ব্যাঙ্কগুলি থেকে অর্থ অন্য নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে বলে অনুমান।
সুইস ব্যাঙ্কগুলিও বলেছে, কালো টাকার বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর সিঙ্গাপুর, হংকং মতো জায়গার তুলনায় সুইস ব্যাঙ্কগুলিতে ভারতীয়দের আমানতের পরিমাণ খুবই কম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
জেলার
Advertisement