East Bengal: মাঠে ফিরেই দলকে জিতিয়েছেন, জামশেদপুর ম্যাচের পর দিমির গলায় আত্মবিশ্বাসের সুর
ISL: এর আগের ম্যাচে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে পিছিয়ে থেকেও অসাধারণ জয় তাদের কতটা আত্মবিশ্বাস জুগিয়েছে, তা শনিবারের ম্যাচে পারফরম্যান্সেই বুঝিয়ে দেয় লাল-হলুদ বাহিনী।
কলকাতা: টানা সাতটি ম্যাচে জয়হীন থাকার পর ইস্টবেঙ্গল এফসি তাদের নয়া কোচ অস্কার ব্রুজোনের তত্ত্বাবধানে যে ভাবে সাফল্যে ফিরে এসেছে, তা এক কথায় অনবদ্য। এই ঘুরে দাঁড়ানোর রহস্য জানতে চাওয়া হলে শনিবার রাতে কোচ ব্যাখ্যা দেন দলের ছেলেদের মধ্যে জয়ের খিদে বাড়িয়ে দিয়েছেন তিনি। যে খিদে, যে কোনও কারণেই হোক, তাদের মধ্যে ছিল না।
এর আগের ম্যাচে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে পিছিয়ে থেকেও অসাধারণ জয় তাদের কতটা আত্মবিশ্বাস জুগিয়েছে, তা শনিবারের ম্যাচে পারফরম্যান্সেই বুঝিয়ে দেয় লাল-হলুদ বাহিনী। রীতিমতো দাপুটে ফুটবল খেলে জামশেদপুর এফসি-কে ১-০-য় হারিয়ে লিগ টেবলে একধাপ ওপরে উঠে আসে তারা। ৬০ মিনিটের মাথায় চোট সারিয়ে মাঠে ফেরা গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকসের গোলে ম্যাচ জেতে লাল-হলুদ ব্রিগেড।
গোল করে দলকে এই গুরুত্বপূর্ণ জয় এনে দিয়ে খুশি ইস্টবেঙ্গলের ‘দিমি’ শনিবার ম্যাচের পরে indiansuperleague.com কে বলেন, "দল তিন পয়েন্ট জেতায় আমি খুশি। দলের এই জয়ে অবদান রাখতে পেরেও আমি খুশি। কিন্তু অনেকগুলো গোলের সুযোগ হাতছাড়া করেছি, সে জন্য খারাপ লাগছে। ওই সুযোগগুলো কাজে লাগাতে পারলে আরও আগেই ওদের শেষ করে দেওয়া যেত। তবে শেষ পর্যন্ত তিন পয়েন্ট পেয়েছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
পরে মিক্সড জোনে সাংবাদিকদের তিনি ছন্দে ফেরা প্রসঙ্গে বলেন, “এখন আমরা একটা পরিবার। সব সময়, মাঠে, মাঠের বাইরে আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে অনুশীলন করি, খেলি। আমাদের মধ্যে এখন জেতার মানসিকতা চলে এসেছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার”।
দলনেতা ক্লেটন সিলভা ক্রমশ ফর্মে ফিরছেন, এই কারণেও খুশি দিয়ামান্তাকস বলেন, “ক্লেটন আমাকে অনেক সাহায্য করেছে ঠিকই। আমাদের ক্যাপ্টেনকে আমরা এ রকম সেরা ফর্মেই দেখতে চাই। তবে শুধু ও নয়, দলের সবারই সাহায্য পাচ্ছি আমি। এটাই তো টিমগেম।"
গত পাঁচটির মধ্যে চারটি ম্যাচে জেতায় সমর্থকেরা অনেকেই সেরা ছয়ে পৌঁছনোর ব্যাপারে আশাবাদী। তাঁদের আশ্বস্ত করে গতবারের গোল্ডেন বুটজয়ী তারকা বলেন, “লিগের শুরুটা আমাদের ভাল হয়নি ঠিকই। তবে আমরা এখন ছন্দে ফিরেছি। আমরা যদি এ ভাবে খেলতে পারি, যদি আরও পরিশ্রম করে যেতে পারি, তা হলে আমাদের পক্ষে সেরা ছয়ে থাকা অবশ্যই সম্ভব”।
দলের অধিনায়ক ও ব্রাজিলীয় ফরোয়ার্ড ক্লেটন সিলভাও এই ব্যাপারে একমত। তবে তিনি মাত্র চারটি জয় পেয়েই হাওয়ায় ওড়ার পক্ষপাতী নন। শনিবারের জয় নিয়ে ক্লেটন বলেন, “সমর্থকদের সামনে ভাল খেলে জিততে পেরে খুবই ভাল লাগছে। এখন আমাদের এই ছন্দ ধরে রাখতে হবে। পরের ম্যাচগুলি জিতে সেরা ছয়ে প্রবেশ করতে পারলে, সেটাই সমর্থকদের কাছে সেরা উপহার হবে”।