এক্সপ্লোর
Advertisement
৪ বছর ধরে ঘরে বন্দী মা-মেয়েকে উদ্ধার করল পুলিশ
নয়াদিল্লি: চারবছর আগে স্বামীর মৃত্যুর পর মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির একটি ঘরে নিজেদের আটকে রেখেছিলেন এক মহিলা। অবশেষে এক প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে গতকাল পুলিশ দক্ষিণ-পূর্ব দিল্লির মহাবীর এনক্লেভ এলাকা থেকে পুলিশ ওই মা-মেয়েকে উদ্ধার করল। তাঁরা তীব্র অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
এক প্রতিবেশী পুলিশকে জানান যে, ৪২ বছরের কলাবতী ও তাঁর ২০ বছরের কন্যা দীপা নিজেদের বাড়ির দোতালার একটি ঘরে বন্দী অবস্থায় রয়েছেন। পুলিশ মা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
এই ঘটনায় কলাবতীর শ্বশুর মহাবীর মিশ্রকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।ওই বাড়িতেই পুত্রবধূ ও নাতনির সঙ্গে থাকতেন তিনি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কলাবতীর ঘরের দরজা খোলাই ছিল। মা ও মেয়ে দুজনেই বর্তমানে অপুষ্টির শিকার। পুলিশের সঙ্গে হাসপাতালে যেতেও অস্বীকার করেন কলাবতী।
পুলিশ জানিয়েছে, মা ও মেয়ে-উভয়েই মানসিক রোগ ও মতিভ্রমের শিকার।
কলাবতীর শ্বশুর মহাবীর পাশের ঘরেই থাকতেন এবং মা ও মেয়ে খেতে চাইলে দিনে একবার করে খাবার দিতেন।
মহাবীর জানিয়েছেন, তাঁর স্ত্রী ২০০০ সালে মারা যান। তাঁর দুই ছেলে চার বছর আগে পথ দুর্ঘটনায় মারা যান। তারপর থেকেই কলাবতী ও দীপা নিজেদের ঘরে বন্দী করে ফেলেন।
মহাবীর এমটিএনএল-এর লাইন্সম্যান হিসেবে কাজ করতেন। তাঁর সামান্য পেনশনেই সংসার চলে। তিনি আরও জানিয়েছেন, কলাবতী ও দীপা ওই ঘরে তাঁর মৃত ছেলের সঙ্গে কথা বলতেন বলে প্রায়শই দাবি করতেন। মাঝেমধ্যে বেশ কয়েকদিনই খাওয়াদাওয়াও করতেন না দীপা ও কলাবতী।
মহাবীরের দাবি, স্থানীয় এক ডাক্তার দুজনের চিকিত্সা করছিলেন। দুজনকে হাসপাতালে ভর্তি করার মতো সঙ্গতি তাঁর নেই বলেও জানিয়েছেন মহাবীর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement