এক্সপ্লোর
Advertisement
করোনা সংক্রমণের মধ্যে কর্তব্যে অবিচল, মোটরওম্যানের প্রশংসা মধ্য রেলওয়ের, ট্যুইট ভাইরাল
করোনাভাইরাস অতিমারির সময়ও কর্তব্য অবিচল রেলের মোটরওম্যান। মুম্বইয়ে লোকাল ট্রেন চালাচ্ছেন তিনি। তাঁর এই কর্তব্যনিষ্ঠা প্রশংসা আদায় করে নিল মধ্য রেলওয়ের। ট্যুইটারে একটি পোস্টে মোটরওম্যান মণীষা এমহাস্কে ঘোরপাড়ের প্রশংসা করেছে মধ্য রেলওয়ে।
মুম্বই: করোনাভাইরাস অতিমারির সময়ও কর্তব্য অবিচল রেলের মোটরওম্যান। মুম্বইয়ে লোকাল ট্রেন চালাচ্ছেন তিনি। তাঁর এই কর্তব্যনিষ্ঠা প্রশংসা আদায় করে নিল মধ্য রেলওয়ের। ট্যুইটারে একটি পোস্টে মোটরওম্যান মণীষা এমহাস্কে ঘোরপাড়ের প্রশংসা করেছে মধ্য রেলওয়ে। ট্যুইটারে তাঁর একটি ছবিও শেয়ার করা হয়েছে। ছবিতে তাঁকে ফেস শিল্ড ও মাস্ক পরে ট্রেন চালাতে দেখা গিয়েছে।
মণীষা মহারাষ্ট্রের রাজধানীতে হারবার লাইনে সিএসএমটি-পানভেল লোকাল ট্রেন চালিয়েছেন। ওই ট্রেনে অত্যাবশ্যক কর্মে নিযুক্ত কর্মীরা ছিলেন।
মণীষাকে সম্মান জানানোর পাশাপাশি যাত্রীদের করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে ট্রেনে চড়ার সময় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণেরও আর্জি জানিয়েছে মধ্য রেল।
মধ্য রেলওয়ের এই ট্যুইট ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা মণীষার কর্তব্যনিষ্ঠার প্রশংসায় মেতেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement