এক্সপ্লোর
দাবি, বকেয়া ৪ লক্ষ টাকা ঋণ, ফসলের দাম মেলেনি, মধ্যপ্রদেশে বিষ খেয়ে আত্মঘাতী কৃষক

হোসাঙ্গাবাদ (মধ্যপ্রদেশ): মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ জেলার পিপারিয়ায় বিষ খেয়ে আত্মহত্যা ৪০ বছরের কৃষকের। ব্রিজমোহন পটেল নামে ওই চাষির আত্মীয় পরিজনদের দাবি, বকেয়া ৪ লক্ষ টাকা শোধ করতে না পেরে, গত বছর বিক্রি করা ফসলের দাম না পাওয়ায় চরম পদক্ষেপ করেছেন তিনি। পিপারিয়ার গাদাঘাট এলাকার বাসিন্দা ছিলেন ব্রিজমোহন। গতকাল দুপুরে কোনও বিষাক্ত বস্তু খান তিনি। পরিবারের লোকজন ব্যাপারটা বোঝার পর তাঁকে হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সার মধ্যে রাতে মারা যান ব্রিজমোহন। এদিকে তাঁর ভাই মদনলাল পটেলের দাবি, কিষাণ ক্রেডিট স্কিমে চার লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন ব্রিজমোহন। এছাড়া, গত বছর মুগ বিক্রির টাকাও পাননি তিনি। আর্থিক সংকটে পড়ে ভাই চরম সিদ্ধান্ত নেয়। যদিও স্থানীয় পুলিশের মতে, মৃত কৃষকের বকেয়া ঋণের ব্যাপারে তাদের কাছে কোনও তথ্য নেই। তদন্তের পরই আত্মহত্যার আসল কারণ জানা যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















