এক্সপ্লোর
Advertisement
মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিবের জন্য বাড়ির দরজা, রান্নাঘরে বসবে মোদী, শিবরাজের ছবি দেওয়া টাইলস, বিতর্ক
ভোপাল: মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যেসব বাড়ি তৈরি হবে, সেগুলির রান্নাঘরের দেওয়ালে, ঢোকার দরজায় লাগাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহের ছবি বসানো টাইলস। মধ্যপ্রদেশ সরকারের নগরোন্নয়ন ও প্রশাসনের এমন নির্দেশে বিস্ময় ছড়িয়েছে। গত ৪ এপ্রিলের নির্দেশে সেখানকার পুর নিগমের কমিশনার ও পুরসভাগুলির মুখ্য পুর অফিসারদের সুনিশ্চিত করতে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত প্রতিটি বাড়িতে দুটি করে সেরামিক টাইলস বসবে। প্রতিটির আয়তন হবে ৪৫০X৬০০ মিলিমিটার। প্রতিটি টাইলসের মাথায় থাকবে হিন্দিতে লেখা 'সবকা সপনা, ঘর হো আপনা' স্লোগান। মাঝে ইংরেজি, হিন্দিতে লেখা থাকবে 'প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান' কথাটি, আর স্কিমের লোগো। মোদীর ছবি থাকবে বা দিকে, ডানদিকে শিবরাজের। স্লোগানের ওপর থাকবে রাজ্য সরকারের লোগো, বিজেপির তাত্ত্বিক নেতা দীনদয়াল উপাধ্যায়ের ছোট সাইজের ছবি।
গত ২ জানুয়ারি প্রধানমন্ত্রী আবাস স্কিমের বৈঠকে মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশের পরই সরকারি বিজ্ঞপ্তি জারি হয় এ ব্যাপারে।
কংগ্রেস গোটা বিষয়টির পিছনে রাজনীতির ছায়া দেখছে। এই উদ্যোগকে পুরোপুরি ভুল আখ্যা দিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা অজয় সিংহ বলেন, এই সরকারি কর্মসূচি গরিবদের জন্য। এর রাজনীতিকরণ করা উচিত নয়। শাসক দল মোদীজী, শিবরাজজীর ছবি লাগানো সেরামিক টাইলস বসানোর সিদ্ধান্ত নিয়ে খারাপ নজির তৈরি করছে।
যদিও রাজ্য বিজেপি মুখপাত্র রজনীশ আগরওয়ালের দাবি, এর পিছনে কোনও রাজনীতিই নেই। এই প্রথম দেশে কোনও রাজ্যে প্রত্যেক গরিবকে একটি করে বাড়ি দেওয়ার লক্ষ্য ধরা হয়েছে। প্রবেশদ্বার, রান্নাঘরে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ছবি থাকায় অন্যায়ের কিছু নেই।
এব্যাপারে রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত কমিশনার মঞ্জু শর্মা বলেছেন, এ মাসের প্রথম সপ্তাহে নির্দেশটি জারি করা হয়। টাইলসের মাধ্যমে সুবিধাভোগীরা জানতে পারবেন, কোন প্রকল্পের আওতায় তাঁদের বাড়ি দেওয়া হল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement