এক্সপ্লোর
ধর্ষণের শিকার আদিবাসী মহিলাকে মারধর করে চুল কেটে দিলেন স্বামী

আলিরাজপুর: ধর্ষণের শিকার হয়েছিলেন এক আদিবাসী মহিলা। এ কথা জেনে রাগের চোটে মারধর করে তাঁর মাথার চুল কেটে দিলেন স্বামী। এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলায়। পুলিশ জানিয়েছে, গত ৩১ জানুয়ারি বড়িঝিরি গ্রামে ৩৫ বছরের ওই মহিলাকে ধর্ষণ করে ৪৫ বছরের এক ব্যক্তি। ঘটনার দিন বাড়ির কাছে একটি সরকারি স্কুলে ঘুমিয়ে ছিলেন। সেই সময় কালু সিংহ নামে এক ব্যক্তি তাঁর ওপর নির্যাতন চালায় বলে অভিযোগ। ওই সময় মহিলার স্বামী ভারু (৩৮) কাজের জন্য গুজরাতে ছিলেন। বাড়ি ফিরে ঘটনার কথা শুনে স্ত্রীর প্রতি সহানুভূতি তো দূরস্থান, রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন ভারু। স্ত্রীকে বেদম মারধর করে তাঁর মাথার চুল কেটে দিলেন। আলিরাজপুর জেলার পুলিশ সুপার কার্তিকেয়ন কে এ কথা জানিয়েছেন। পরে মহিলা দুই ঘটনার ব্যাপারে উদয়গড় থানায় অভিযোগ দায়ের করেন। দুটি ঘটনায় দুই অভিযুক্তের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। এরপর কালু ও ভারুকে গ্রেফতার করা হয়। ধর্ষণের মামলায় অভিযুক্তর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে, ওই মহিলার স্বামী জামিনে ছাড়া পেয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















