এক্সপ্লোর
বিজেপি যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিল্লিতে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠক মুকুলের
নয়াদিল্লি: রবিবার বিকেলে অরুণ জেটলির সঙ্গে দেখা করার পর সোমবার বিকেলে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠক।
বিজেপি-র দিকে আরও এক পা বাড়ালেন মুকুল রায়! সোমবার তিনি জানিয়েছেন, বুধবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন এবং সাংবাদিক বৈঠক করবেন।
কিন্তু তৃণমূল ছেড়ে মুকুলের গন্তব্য কোথায়? জল্পনা বাড়িয়ে এদিন দিল্লিতে, রাজ্যসভার হাউস কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ ওম মাথুরের বাড়িতে, কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করেন মুকুল। আধ ঘণ্টা আলোচনার পর দলের সদর দফতরে গিয়ে, অমিত শাহকে রিপোর্ট দেন কৈলাস বিজয়বর্গীয়।
সূত্রের খবর, যে দুটি সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে, তা হল নিজে দল তৈরি করে, মুকুল এনডিএ-তে যোগদান করবেন।আর তা না হলে তৃণমূল ছেড়ে সরাসরি বিজেপিতে।
সূত্রের খবর, দ্বিতীয়টিতেই বেশি জোর দিচ্ছেন মুকুল রায়। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, কোনও একটি শাসক দলের মোকাবিলা করতে গেলে আরেকটি শাসক দলকেই লাগে। এই বৈঠকের পরপরই, অমিত শাহ এবং কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে দেখা করেন বাবুল সুপ্রিয়। মুকুল ইস্যুতে তাঁর গলাতেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে!
আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, মুকুল রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি। উনি যাই করুক, আমাদের এখানে আসুন, বা নিজে দল করুন.. তৃণমূলের ধাক্কা হবে। দেখুন না কী হয়! ঘাসফুল ছেড়ে মুকুল রায় কোন শিবিরে নাম লেখান, তা জানতে বুধবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement