এক্সপ্লোর
Advertisement
ছোট্ট মেয়ের স্বার্থে দাম্পত্য সমস্যা মিটিয়ে নিতে লিয়েন্ডার ও রিয়াকে বলল মুম্বই হাইকোর্ট
মুম্বই: ছোট্ট মেয়ের কথা মাথায় রেখে টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও তাঁর স্ত্রী রিয়া পিল্লাইকে তাঁদের দাম্পত্য সম্পর্কের সমস্যা মিটিয়ে নিতে বলল মুম্বই হাইকোর্ট। বিচারপতি রেবতী মোহিতে দেরে বলেন, শেষপর্যন্ত আপনাদের দুজনকে মুখোমুখি বসে সৌহার্দ্যপূর্ণভাবে কিছু একটা সমাধানে পৌঁছতে হবে।
এর আগের শুনানিতে বিচারপতি লিয়েন্ডার ও রিয়াকে নিজের চেম্বারে নিয়ে বসেন এবং দুজনকে সদ্ভাব বজায় রেখে সমস্যা মিটিয়ে নিতে বলেন।
এই পরামর্শের জবাবে লিয়েন্ডারের আইনজীবী তাঁর মক্কেলের সম্মতি সংক্রান্ত শর্তাবলী জমা দিয়েছেন। কিন্তু রিয়ার আইনজীবী ওই শর্তগুলী গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দিয়েছেন।
রিয়ার আইনজীবীও তাঁর শর্তাবলী জমা দিয়েছেন। এই শর্তগুলি লিয়েন্ডারকে দেখানো হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। লিয়েন্ডার বর্তমানে টুর্নামেন্ট খেলতে বিদেশে রয়েছেন। দেশে ফিরলেই রিয়ার শর্তাবলী তাঁকে দেখানো হবে বলে জানিয়েছেন লিয়েন্ডারের আইনজীবী।
বিচারপতি বলেছেন, দুই পক্ষ তাঁদের সমস্যা সমাধানের যে প্রচেষ্টা গ্রহণ করেছে, তাঁদের নাবালক সন্তানের জন্য তার একটা সুষ্ঠু সমাধান প্রয়োজন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২২ আগস্ট।
উল্লেখ্য, লিয়েন্ডার ও তাঁ বাবার বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ পারিবারিক আদালতের দ্বারস্থ হয়েছিলেন রিয়া। তিনি লিয়েন্ডারের কাছ থেকে ভরণপোষণ দাবি করেন। লিয়েন্ডারের সঙ্গে যে বাড়িতে তিনি গত কয়েক বছর ধরে ছিলেন সেই বাড়ি থেকে তাঁকে যাতে সরে যেতে না বলা হয়, সেই আর্জিও জানান রিয়া।
লিয়েন্ডারও পারিবারিক আদালতে আর্জি জানান এবং রিয়ার আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। লিয়েন্ডার যুক্তি দেন, রিয়ার সঙ্গে তাঁর বিয়েই হয়নি। তাই রিয়া তাঁর স্ত্রী নন। যদিও আদালত লিয়েন্ডারের আর্জি খারিজ করে দেয়।
টেনিস তারকা এরপর দায়রা আদালতের দ্বারস্থ হন। দায়রা আদালত জানায়, এই মামলায় কোনও উপসংহারে আসার আগে দুই পক্ষের তথ্যপ্রমাণ নিয়ে শুনানির প্রয়োজন। দায়রা আদালতের সিদ্ধান্তে অসন্তুষ্ট রিয়া হাইকোর্টের দ্বারস্থ হন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement