এক্সপ্লোর
অন্য লোকের সঙ্গে কথা বলায় বচসা, থাপ্পড় বয়ফ্রেন্ডের, মৃত্যু মহিলার
মুম্বইয়ে বয়ফ্রেন্ডের থাপ্পড়ে মৃত্যু হল ৩৫ বছরের এক মহিলার। মানখুর্দ স্টেশনের কাছে গত শনিবার এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

মুম্বই: মুম্বইয়ে বয়ফ্রেন্ডের থাপ্পড়ে মৃত্যু হল ৩৫ বছরের এক মহিলার। মানখুর্দ স্টেশনের কাছে গত শনিবার এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। মুম্বইয়ের পূর্ব শহরতলিতে একটি শৌচালয়ের সামনে সীতা প্রধান নামে ওই মহিলাকে অন্য একজন লোকের সঙ্গে কথা বলতে দেখে তাঁর বয়ফ্রেন্ড রাজু পুজারি ইয়াল্লাপা। তা নিয়ে দুজনের মধ্যে বচসা বেঁধে যায়। এরপর রাজু সীতা প্রধানকে সপাটে থাপ্পড় মারে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন ওই মহিলা। তাঁকে ঘাটকোপারের রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মানখুর্দ থানার সিনিয়র ইন্সপেক্টর নিতিন বোবাডে বলেছেন, এই ঘটনায় এই মুহূর্তে দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজুকে আটক করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















