গোয়ায় ‘গণতন্ত্রের হত্যা’ হয়েছে, বিজেপিকে কটাক্ষ শিবসেনার
মুম্বই: ছোট দলগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে গোয়ায় সরকার গঠন করে ‘গণতন্ত্রের হত্যা’ করেছে বিজেপি। আক্রমণ শিবসেনার।
দলীয় মুখপত্র সামনা-তে বলা হয়েছে, কংগ্রেস সেখানে সরকার গঠনে ব্যর্থ হলেও, বিজেপি যেভাবে সরকার গঠন করেছে, তা নৈতিক বলে মনে করার কোনও কারণ নেই।
কেন্দ্রের অন্যতম শরিক দলের মতে, গোয়ায় আস্থাভোটই হতে চলেছে বর্তমান সরকারের কাছে চূড়ান্ত পরীক্ষা। তবে, বর্তমান পরিস্থিতি ‘গণতন্ত্রের হত্যা’-র সামিল।
প্রসঙ্গত, গতকালই মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের নেতৃত্বে গোয়ায় শপথ নেয় বিজেপি সরকার। এর আগে শপথগ্রহণের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। তবে, তাদের আপত্তি ধোপে টেকেনি।
এদিন সামনায় বলা হয়, উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ডে বিজেপির জয়কে কারও অস্বীকার করার ক্ষমতা নেই। কিন্তু, বাকি তিন রাজ্যে ফলাফল ভিন্ন হয়েছে। অথচ, কোনও রাজনৈতিক বিশেষজ্ঞ এই নিয়ে কথা বলছেন না।