মুসলিমরাও চান না অযোধ্যায় মসজিদ হোক, দাবি আরএসএস নেতার
নয়াদিল্লি: মুসলিমরাও চাইছেন না অযোধ্যার বিতর্কিত জায়গায় মসজিদ হোক। কারণ, তাদের কাছে তা ‘অপবিত্র’। এমনই দাবি করল রাষ্ট্রীয় স্বয়মসেবক সংঘ বা আরএসএস।
সোমবার আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার বলেন, কোনও ব্যক্তির নামে মসজিদ হোক, তা কখনই মেনে নেবেন না মুসলিমরা। যাঁরা ইসলামে বিশ্বাস করেন, তাঁরাই জানিয়েছেন এধরনের মসজিদ অপবিত্র। আমরা তা মেনে নেব না। প্রসঙ্গত, অযোধ্যার যে মসজিদ নিয়ে বিতর্ক রয়েছে, সেই বাবরি মসজিদ আদতে মোঘল সম্রাট বাবরের নামাঙ্কিত।
এদিন জাতীয় সুরক্ষা নিয়ে একটি সচেতনতামূলক সম্মেলনে বক্তব্য রাখছিলেন আরএসএস-অনুমোদিত মুসলিম জাগরন মঞ্চর প্রধান ইন্দ্রেশ। সেখানে তিনি দাবি করেন, রাম মন্দির নির্মাণের আন্দোলন শুরু হয়ে গিয়েছে। আরএসএস নেতা যোগ করেন, যাঁরা শান্তি, সম্প্রীতি, সত্য ও জাতীয়তাবাদ সমর্থন করেন, তাঁরা অযোধ্যায় রাম-মন্দির নির্মাণকেই সমর্থন করবেন।
সম্প্রতি, ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংস মামলায় বিজেপি প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী এবং উমা ভারতীর বিরুদ্ধে অপরাধমুলক ষড়যন্ত্র মামলা পুনরায় শুরু করতে সিবিআই-কে সবুজ সঙ্কেত দিয়েছে সুপ্রিম কোর্ট।