এক্সপ্লোর
গুরুত্বপূর্ণ সমস্যায় অবহিত হওয়া আমার কাজ! চিনা রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করায় বিতর্কে জবাব রাহুলের

নয়াদিল্লি: চিন-ভারত সীমান্ত বিরোধের মধ্যেই তিনি এ দেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত লুও ঝাওউইয়ের সঙ্গে সাক্ষাত্ করায় যে বিতর্ক মাথাচাড়া দিয়েছে, তা উড়িয়ে দিলেন রাহুল গাঁধীও। কংগ্রেস আগেই কেন দলীয় সহ সভাপতি চিনা রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন, সেই প্রশ্নের জবাব দিয়েছে। পরে রাহুল নিজে মুখ খোলেন। বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে অবহিত হওয়া, জানা আমার কাজ। আামি চিনা রাষ্ট্রদূত, প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, উত্তরপূর্ব ভারতের কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলেছি, দেখা করেছে ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গেও। কেন্দ্রের সরকারকে রাহুলের পাল্টা প্রশ্ন, সীমান্তে যখন উত্তেজনা বহাল, সে সময়ে কেন ওদের তিন মন্ত্রী চিনের আতিথ্য নিলেন। ট্যুইট করে বলেন, সরকারের আমার চিনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক নিয়ে এতই যদি মাথাব্যাথা, তবে কেন তিন মন্ত্রী সীমান্তে উত্তেজনা সত্ত্বেও চিনের অতিথি হয়েছেন, তার ব্যাখ্যা দিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিঁধেছেন রাহুল। ২০১৪ সালে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গুজরাত সফরে তাঁর সঙ্গে মোদীর দোল খাওয়ার ছবি পোস্ট করে তিনি বলেন, কয়েক হাজার চিনা সেনা যখন আক্ষরিক অর্থেই ভারতের মাটিতে ঢুকে পড়েছে, সে সময় আমি কিন্তু প্রধানমন্ত্রীর মতো বসে বসে দোল খাওয়ার লোক নই!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















