এক্সপ্লোর
Advertisement
স্ত্রী সতীত্ব 'পরীক্ষায়' ব্যর্থ, ৪৮ ঘন্টার মধ্যে বিয়ে ভাঙলেন স্বামী
মু্ম্বই/নাসিক: মহারাষ্ট্রের নাসিক জেলায় এক নবদম্পতি বিয়ের ৪৮ ঘন্টার মধ্যে তাঁদের সম্পর্ক ভেঙে দিলেন, কারণ স্ত্রী সতীত্ব পরীক্ষায় পাস করেননি। গ্রামের পঞ্চায়েত প্রধানের কাছে মেয়েটির স্বামী অভিযোগ জানান, তাঁর স্ত্রী সতী নন এবং সেই অজুহাতে তিনি বিয়ে ভেঙে দিতে চান। সেই ব্যক্তির এই আর্জিতে সায় দিয়ে বিয়ের ৪৮ ঘন্টার মধ্যে সম্পর্ক ভেঙে দেওয়ার অনুমতি দিলেন পঞ্চায়েত প্রধান। এই ঘটনায় নাসিকের সেই গ্রামতো বটেই, স্তম্ভিত সারা মহারাষ্ট্র।
প্রসঙ্গত, নাসিকের সেই গ্রামের পঞ্চায়েত প্রধান ২২ মে বিয়ের পর ওই নবদম্পতিকে ফুলশয্যার রাতে একটি সাদা চাদর দেন। নির্দেশ দেওয়া হয়, ফুলশয্যার পরেরদিন সকালে সেই চাদর যেন তাঁরা ফিরিয়ে দেন। মেয়েটির স্বামী পরেরদিন পঞ্চায়েত প্রধানকে চাদরটি ফিরিয়ে দেন, এবং জানান কোথাও কোনও রক্তের দাগ লাগেনি।
এরপরই ছেলেটি সিদ্ধান্ত নেন বিয়ে ভেঙে দেওয়ার, এবং সেই সিদ্ধান্তে সায় দেয় গ্রাম পঞ্চায়েত।
এরপর মেয়েটির বাড়ির লোক বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন। সেখানেই মেয়েটির বাড়ির লোক জানান, তরুণী পুলিশবাহিনীতে ঢোকার জন্যে বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছিলেন। তাঁকে ছুটতে হয়েছে, সাইকেল চালাতে হয়েছে।
মেয়েটির বাড়ির লোক সরাসরি হুমকি দিয়েছে, এখনই যদি এবিষয় কোনও জরুরি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তাঁরা আইনানুগ ব্যবস্থাগ্রহণ করবে ছেলেটি ও পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement