সুকমা হামলা: মাওবাদী দমনে কৌশল পরিবর্তনের ইঙ্গিত রাজনাথের
নয়াদিল্লি: ছত্তিশগড়ের হামলার প্রেক্ষিতে মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশলে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল কেন্দ্র।
মঙ্গলবার, ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। প্রথমে ছত্তীশগঢ়ে গিয়ে মঙ্গলবার মৃত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাসপাতালে গিয়ে আহতদের চিকিত্সা সম্পর্কে খোঁজও নেন রাজনাথ সিংহ।
পরে মুখ্যমন্ত্রী রমন সিংহের সঙ্গে তিনি বৈঠক করেন। তারপর রাজনাথ আশ্বাস দেন, মাওবাদীদের ওপর এবার আরও কঠোর পন্থা অবলম্বন করা হবে। সাংবাদিক সম্মেলনে রাজনাথ বলেন, বীর জওয়ানদের বলিদান বিফলে যাবে না।
রাজনাথ মনে করিয়ে দেন, বাহিনীর জবাব মাওবাদীদের হামলার কয়েক গুণ হবে। বলেন, আমি মনে করি সুকমার লড়াই হল দেশে মাওবাদীদের বিরুদ্ধে লড়া বাহিনীর সর্ববৃহৎ লড়াই। তাই, এবার বাহিনীর অভিযানের পাশাপাশি উন্নয়নের কাজ আরও জোরদার করা হবে।
এই প্রেক্ষিতেই এদিন বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান সুদীপ লাখটাকিয়া ও স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক কে বিজয় কুমারকে রাজনাথ নির্দেশ দেন এখন ছত্তিশগড়ে থেকে প্রত্যাঘাতের রূপরেখা ও নীল-নকশা তৈরি করতে। জানা গিয়েছে, এই দুই আধিকারিক গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে হামলার প্রস্তুতি নেবেন। রাজনাথের নির্দেশ, অবিলম্বে অস্ত্রসম্ভার, যাতায়াত এবং গোয়েন্দা তথ্য জোগাড়ের ওপর জোর দিতে।
রাজনাথ যোগ করেন, মাওবাদী-অধ্যুষিত রাজ্যগুলিকে নিয়ে আগামী ৮ মে এক বিশেষ বৈঠক হবে। সেখানেই মাওবাদ-সমস্যার মোকাবিলা করতে কী কী করণীয় সেই কৌশল নিয়ে আলোচনা হবে। গতকালের হামলাকে রাজনাথ ‘ঠান্ডা মাথায় হত্যা’ বলে উল্লেখ করেন। বলেন, এটা কাপুরুষোচিত ও হতাশাজনক।
স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, ছত্তিশগড়ে যে বিপুল পরিকাঠামো উন্নয়নের কাজ হচ্ছে, তাতে মাওবাদীরা দিকভ্রষ্ট হয়ে পড়েছে। ফলে, সেই উন্নয়নের কাজকে বিঘ্নিত করতেই এই হামলা করা হয়েছে। তিনি যোগ করেন, এর জন্য উপজাতিদের ঢাল হিসেবে ব্যবহার করছে মাওবাদীরা।