এক্সপ্লোর
Advertisement
ভিডিওতে অ্যাসিড অ্যাটাকে ইন্ধন! টিকটকারের বিরুদ্ধে দায়ের এফআইআর
টিকটকে ভিডিও করে অ্যাসিড অ্যাটাক সমর্থন! জনপ্রিয় টিকটকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ। ফয়জল সিদ্দিকি নামে ওই টিকটকারের বিরুদ্ধে অভিযোগ, ভিডিও করে মহিলাদের ওপর অ্যাসিড অ্যাটাকের সমর্থন করছিলেন তিনি। বিষয়টিকে প্রথম জনসমক্ষে আনেন বিজেপি নেতা তাজিন্দর সিং বাগ্গা।
মুম্বই: টিকটকে ভিডিও করে অ্যাসিড অ্যাটাক সমর্থন! জনপ্রিয় টিকটকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ। ফয়জল সিদ্দিকি নামে ওই টিকটকারের বিরুদ্ধে অভিযোগ, ভিডিও করে মহিলাদের ওপর অ্যাসিড অ্যাটাকের সমর্থন করছিলেন তিনি। বিষয়টিকে প্রথম জনসমক্ষে আনেন বিজেপি নেতা তাজিন্দর সিং বাগ্গা। ফয়জলের ভিডিওটিতে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মাকে ট্যাগ করে কড়া পদক্ষেপ নিতে অনুরোধ করেন তিনি। রেখা জানান, বিষয়টা নিয়ে তিনি পুলিশ ও টিকটক কর্তৃপক্ষ উভয়কেই লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তিনি আরও জানান, টিকটক থেকে ভিডিওটিকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু মহিলা কমিশন টিকটকের পক্ষ থেকে লিখিত জবাবের অপেক্ষায় রয়েছে। রেখার বক্তব্য, অ্যাসিড অ্যাটাক প্রচার করার মতো ঘৃণ্য কাজ কখনওই বরদাস্ত করা হবে না। পুলিশের উচিত ফয়জল সিদ্দিকিকে গ্রেফতার করা।
অন্যদিকে ফয়জলের ভাই আমির সিদ্দিকির বিরুদ্ধেও বিতর্কিত চীনা টিকটক ভিডিও বানানোর অভিযোগ রয়েছে। অ্যাসিড অ্যাটাকের প্রচারের বিতর্কিত ভিডিওটিতেও দেখা গিয়েছিল আমিরকেও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ফয়জল একটি মেয়ের মুখে কোনও তরল পদার্থ ছুঁড়ে দিচ্ছে আর তাতে পুড়ে যাচ্ছে মেয়েটির মুখ। সঙ্গে সঙ্গে ফয়জলকে বলতে শোনা যায়, 'তুই যার জন্য আমায় ছেড়েছিলি সেই তোকে ছেড়ে দিল!' পুড়ে যাওয়া বোঝাতে রং করে দেওয়া হয়েছে মেয়েটির মুখ।
ভিডিওটি পোস্ট করতেই অভিযোগ ওঠে মহিলাদের ওপর অ্যাসিড অ্যাটাকের প্রচার করছেন ফয়জল। উল্লেখ্য, ফয়জল সিদ্দিকি প্রখ্যাত টিকটক তারকা আমির সিদ্দিকির ভাই ও নবাব টিমের সদস্য।
অন্যদিকে অভিষেক রাজপুত নামে এক আইনজীবীও ফয়জলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। নিজের টুইটার হ্যান্ডেলে বিষয়টি প্রকাশ্যে আনতেই দাবি ওঠে ভিডিওটির মেয়েটির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হোক। সমবেত দাবিতে ওই আইনজীবী মেয়েটির বিরুদ্ধেও এফআইআর দায়ের করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement