কেন্দ্র হল সেই রোগী যে নিজের রোগনির্ণয় নিজেই করছে, কটাক্ষ চিদম্বরমের
নয়াদিল্লি: দেশের আর্থিক অবস্থার সঠিক চিত্র মানুষের সামনে তুলে ধরতে অস্বীকার করছে কেন্দ্র। এমনই অভিযোগ করলেন শীর্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরম।
তাঁর কটাক্ষ, মোদী সরকার হল এমন এক ‘রোগী’ যে নিজের রোগনির্ণয় নিজেই করে চলেছে। এদিন দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যমকে ‘সুচিকিৎসক’ বলে উল্লেখ করে চিদম্বরম জানান, অর্থনীতি নিয়ে তাঁর পরামর্শ উপেক্ষা করেছে কেন্দ্র। তিনি বলেন, ২০১৪ সালের অক্টোবর মাসে পদে আসীন হন সুব্রহ্মণ্যম। তিনি সুচিকিৎসক হলেও, কেন্দ্র হল ভয়ানক রোগী।
ইউপিএ জমানার কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদম্বরমের অভিযোগ, কেন্দ্র এখনও অস্বীকার করে চলেছে। দেশের (অর্থনীতির) আসল পরিস্থিতি তারা স্বীকার করছে না। কৃষি দুরবস্থা থেকে কর্মহীন পরিস্থিতি-- তারা কিছুই স্বীকার করছে না। বিরোধীদের যুক্তির তোয়াক্কা করছে না। এমনকী, নিজেদের চিকিৎসকের পরামর্শও শুনছে না। তিনি বলেন, একজন খারাপ রোগী ওযুধ খেতে চায় না। উল্টে নিজের রোগনির্ণয় থেকে প্রেসক্রিপশন নিজেই তৈরি করে।
একাধিক টুইটে এদিন চিদম্বরম জানান, সংস্কারের রূপরেখা তৈরি করা এবং তার জন্য সময়সীমা নির্ধারিত করার একটা সুযোগ ছিল বাজেটে। তা না করে, শুধু বাগড়ম্বর কর্মসূচী পেশ করা হল। তিনি বলেন, সাম্প্রতিককালে রফতানি বৃদ্ধি পাওয়ায় আত্মতুষ্ট হয়ে পড়েছে কেন্দ্র। কারণ, এই লক্ষ্যমাত্রায় কয়েক বছর আগেই পার করা সম্ভব হয়েছিল।