এক্সপ্লোর
Advertisement
বিহারের কিষাণগঞ্জ সীমান্তে আচমকা গুলি চালাল নেপালের পুলিশ, আহত ভারতীয় যুবক
ফতেপুরের বাসিন্দা জিতেন্দ্র ও তাঁর দুই বন্ধু অঙ্কিত কুমার সিংহ আর গুলশন কুমার সিংহ শনিবার সন্ধ্যায় গ্রামের বাইরে গরু খুঁজছিলেন বলে স্থানীয় সূত্রে খবর।
নয়াদিল্লি: কিছুদিন আগেই বিহারের সীতামারিতে নেপালের পুলিশের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছিল অন্তত এক ভারতীয়র। জখম হয়েছিলেন দুজন। ফের গুলি চালাল নেপালের পুলিশ। এবার বিহারের কিষাণগঞ্জ সীমান্তে গুলি ছুড়ল তারা। গুরুতর জখম হয়েছেন এক যুবক। জিতেন্দ্র সিংহ নামে ২৫ বছরের ওই যুবককে পূর্ণিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফতেপুরের বাসিন্দা জিতেন্দ্র ও তাঁর দুই বন্ধু অঙ্কিত কুমার সিংহ আর গুলশন কুমার সিংহ শনিবার সন্ধ্যায় গ্রামের বাইরে গরু খুঁজছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। অভিযোগ, নেপালের পুলিশ আচমকা গুলি চালাতে শুরু করে। গুরুতর জখম হন জিতেন্দ্র। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে ফতেপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে পূর্ণিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ফতেপুর এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর ১২ নম্বর ব্যাটেলিয়নের সদস্যরা যান। কিষাণগঞ্জের পুলিশ সুপার কুমার আশিস জানিয়েছেন, ঘটনাটির তদন্ত চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement