এক্সপ্লোর
Advertisement
নতুন প্রজন্মের কাশ্মীরী জঙ্গিরা 'স্বাধীনতার' জন্য লড়ছে! বিতর্কিত মন্তব্য ফারুকের
শ্রীনগর: কাশ্মীরের নতুন প্রজন্মের জঙ্গিরা 'স্বাধীনতার' জন্য লড়ছে বলে মন্তব্য করে বিতর্কের সূত্রপাত করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। নিজের ন্যাশনাল কনফারেন্সের সদর দপ্তরে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি।
ফারুক বলেছেন, এই ছেলেরা জঙ্গি পথে পা বাড়াতে ঘর ছেড়েছে। প্রত্যেকেই নিজের জীবন ভালবাসে, কেউই মরতে চায় না। ওরা ঈশ্বরের নামে শপথ নিয়ে বলেছে, মরা-বাঁচা তোমার হাতে, কিন্তু আমরা স্বাধীনতার জন্য প্রাণ বলিদান দিতে তৈরি।
নতুন প্রজন্মের কাশ্মীরী যুবকদের প্রশংসা করে ফারুক বলেন, নতুন একটা প্রজন্ম এসেছে, যারা বন্দুকে ভয় পায় না। ওরা স্বাধীনতা অর্জনে লড়ছে। 'আত্মবলিদানে এগিয়ে আসা' এই ছেলেদের এমএলএ-এমপি-বিধায়ক হওয়ার বাসনা নেই। ওরা নিজেদের অধিকার অর্জনে আত্মত্যাগ করতে চায়। ওরা এটাই বলতে চায়, এটা আমাদের জায়গা, আমরাই এর ন্যায়সঙ্গত অধিকারী। কিন্তু ভারত, পাকিস্তান এটা বুঝতে চায় না।
নিজের দলকেও এই 'আত্মত্যাগ' ভুলে না যাওয়ার পরামর্শ দেন ফারুক। ভারত, পাকিস্তান দুদেশকেই আক্রমণ করে তারা কাশ্মীরীদের প্রতি 'ন্যায়বিচার করেনি' বলে অভিযোগ করেন তিনি। ফারুক বলেন, আমরা কারও শত্রু নই। এই লড়াই শুরু হয়েছে ১৯৩১-এ। আমরা দু দেশকেই আমাদের প্রতি ন্যয়বিচার করতে বলছি। তোমরা তো ১৯৪৮-এ দেওয়া প্রতিশ্রুতিও ভু্লে গিয়েছ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement