এক্সপ্লোর
অযোধ্যার রাম মন্দিরে হবে আগামী দীপাবলী উদযাপন, বললেন সুব্রহ্মণ্যম স্বামী
![অযোধ্যার রাম মন্দিরে হবে আগামী দীপাবলী উদযাপন, বললেন সুব্রহ্মণ্যম স্বামী Next Diwali will be celebrated in newly constructed Ram Temple, says Subramanian Swamy অযোধ্যার রাম মন্দিরে হবে আগামী দীপাবলী উদযাপন, বললেন সুব্রহ্মণ্যম স্বামী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/12/03133717/subramaniam-swamy.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আগামী দীপাবলী পালন করা হবে অযোধ্যায়। রাম মন্দির তৈরির কাজ শিগগিরই শুরু হবে, দীপাবলীর মধ্যে ভক্তরা মন্দিরে আসতে পারবেন। বললেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।
মুম্বইয়ে রাম রাজ্য নিয়ে বলতে গিয়ে স্বামী বলেছেন, আগামী অক্টোবরের মধ্যে অযোধ্যায় তৈরি হয়ে যাবে রাম মন্দির। সব জিনিসপত্র প্রস্তুত, আগে থেকেই নির্মাণের কাজ এগিয়ে রাখা হচ্ছে। শুধু স্বামী নারায়ণ মন্দিরের মত পাথরের ওপর পাথর জুড়ে মন্দির তৈরি করা হবে।
মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে রোজের ভিত্তিতে শুরু হবে রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি। স্বামী বলেছেন, রাম মন্দির তৈরির জন্য নতুন আইন আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে, যদি প্রমাণিত হয়, ওখানে মন্দির ছিল, জমি হিন্দুদের হাতে তুলে দেওয়া হবে। এলাহাবাদ হাইকোর্ট ইতিমধ্যেই সব তথ্যপ্রমাণ খতিয়ে দেখেছে, সুতরাং সুন্নি ওয়াকফ বোর্ডের কাছে বলার মত কিছু নেই।
এর আগে ২৫ নভেম্বর আরএসএস প্রধান মোহন ভাগবতও তোলেন অযোধ্যার রাম মন্দির নির্মাণ প্রসঙ্গ। তিনি বলেন, বিতর্কিত জমিতেই তৈরি হবে রামচন্দ্রের মন্দির, তা ছাড়া ওখানে আর কিছু তৈরি হবে না। মন্দির তৈরি হবে ঠিক তার পুরনো চেহারায়, পুরনো পাথর ব্যবহার করে। যাঁরা রামজন্মভূমি আন্দোলন করেছেন ও ২০-২৫ বছর ধরে সেই আন্দোলন চালিয়ে আসছেন, তাঁরাই নেতৃত্ব দেবেন এই মন্দির নির্মাণে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)