এক্সপ্লোর
Advertisement
দেশজুড়ে দেশী প্রজাতির গরু রক্ষায় কী নীতি, জানতে চাইল জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল, সেনসাস করতে বলল রাজ্যগুলিকে
নয়াদিল্লি: দেশব্যাপী দেশী প্রজাতির গরুর সংখ্যা কমতে থাাকায় উদ্বেগ ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যালের (এনজিটি)। বিচারপতি জাভেদ রহিমের নেতৃত্বাধীন এনজিটি-র এক বেঞ্চ এ ব্যাপারে সেনসাস চালাতে বলেছে সব রাজ্যকে, দেশীয় প্রজাতির গরুকে কোনও মেডিকেল, ভেটেরিনারি সহায়তা দেওয়া হয় কিনা, জানাতে বলেছে। অশ্বিনী কুমার নামে জনৈক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে এনজিটি।
বেঞ্চ বলেছে, সংশ্লিষ্ট রাজ্যগুলিকে জবাবে গত ৫ বছরে দেশীয় প্রজাতির গরুর সংখ্যা হ্রাসের হার জানাতে বলা হয়েছে। বেঞ্চের অপর সদস্য হলেন বিচারপতি রঘুবেন্দ্র এস রাঠোর। বেঞ্চের আরও প্রশ্ন, এধরনের দেশীয় প্রজাতির গরুর রক্ষায় সরকারের কোনও অন্তর্বর্তী স্কিম আছে কিনা। ওদের জবাই বন্ধ করতে রাজ্যে রাজ্যে কোনও স্থানীয় বা অন্য আইন আছে কিনা, জানতে চেয়েছে বেঞ্চ।
কেরলে ২০০৩ থেকে ২০১২-র মধ্যে জন্তু জানোয়ারের সংখ্যা ৮০ শতাংশ কমেছে বলে আগে উল্লেখ করেছিল এনজিটি, বলেছিল, এর ফলে রাজ্যে বিশেষ কিছু প্রাণীর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে।
আবেদনকারী অশ্বিনী কুমার ট্রাইব্যুনালকে বলেন, দেশে দেশীয় প্রজাতির গরুর অস্তিত্ব ভয়াবহ বিপদের মুখে পড়েছে। কিন্তু সরকার এ ব্যাপারে নীরব দর্শক।
অশ্বিনী কুমার সারা দেশে দেশীয় প্রজাতির গবাদি পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞার আর্জিও জানিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল কৃষি মন্ত্রককে নোটিস পাঠিয়েছিল।
কুমার দাবি করেন, দেশীয় প্রযুক্তির গরু, গবাদি পশুর সংখ্যা ব্যাপক হারে কমেছে, ওদের বদলে ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা থেকে মিশ্র প্রজাতির গরু আমদানি করা হচ্ছে। তাঁর আবেদনে বলা হয়, উন্নত দেশগুলি পর্যন্ত জীববৈচিত্র্য রক্ষায়, দেশীয় প্রজাতির প্রাণী, জন্তু-জানোয়ারকে বাঁচাতে যথেষ্ট পদক্ষেপ করছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement