এক্সপ্লোর
Advertisement
নাইজিরিয়রা গোটা দেশের ‘সমস্যা’, দাবি গোয়ার পর্যটন মন্ত্রীর
পানাজি: গোয়ায় ছুরি ঠেকিয়ে স্থানীয় এক মহিলাকে ধর্ষণ করেছে এক নাইজিরিয়, এহেন অভিযোগ ওঠার পর বিতর্কিত মন্তব্য করে বসলেন সেই রাজ্যের পর্যটনমন্ত্রী দিলীপ পারুলেকর। এ দেশে বসবাসকারী নাইজিরিয়দের বহিষ্কারের দাবি তুলেছেন তিনি। নাইজিরিয়রা ভারতে থেকে মাদক পাচার ও অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ে বলে দাবি করেছেন তিনি।
দিল্লি সহ দেশের কয়েকটি শহরে পরপর নাইজিরিয়দের ওপর কয়েকটি হামলার ঘটনায় উদ্বেগের বাতাবরণ তৈরি হয়েছে। পারুলেকরের দাবি, এ দেশের আইন ভাঙছে নাইজিরিয়রা। গতকাল গোয়ার পারা গ্রামের ধর্ষণের প্রেক্ষাপটে তিনি বলেছেন, নাইজিরিয়রা শুধু গোয়ার সমস্যা নয়, গোটা দেশের। ওরা ভারতে পড়াশোনা করতে এসে ঝামেলায় জড়ায়। ফলে মামলা করতে হয় ওদের বিরুদ্ধে। এও বলেন, ওরা গোয়া বা ভারতের অন্য কোথাও থাকার চেষ্টা করে। মাদক চালান সহ নানা অবাঞ্ছিত কাজকর্মে লিপ্ত হয়। দিল্লিতে আফ্রিকানদের ওপর হামলার ঘটনার প্রসঙ্গে প্রশ্ন করা হলে এমনই ছিল তাঁর প্রতিক্রিয়া।
দু বছর আগের একটি ঘটনার প্রসঙ্গ টেনে আনেন পারুলেকর। স্বদেশীয় একজনের খুনের ঘটনায় পানাজির কাছে পারভোরিমে জাতীয় সড়ক অবরোধ করেছিল নাইজিরিয়রা। পারুলেকর বলেন, একটা কঠোর আইন থাকা চাই যাতে ওদের বের করে দেওয়া যায় এ দেশ থেকে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, ভারতে এখনও এমন আইন নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement