এক্সপ্লোর
ধর্ষণের অভিযোগ না তোলায় মহিলাকে গুলি করে খুন নাইট ক্লাবের বাউন্সারের

গুরগাঁও: আদালতে বিবৃতি রেকর্ড করতে যাওয়ার আগে গুলিতে খুন মহিলা, যিনি ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক বাউন্সারের বিরুদ্ধে। ২২ বছরের নিহত মহিলা মায়ের দাবি, শুক্রবার ভোরে সন্দীপ কুমার নামে ওই বাউন্সার তাঁদের বাড়িতে চড়াও হন, তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ না তোলায় মেয়েকে অপহরণ করেন। পুলিশ জানিয়েছে, ধর্ষিতাকে চারবার গুলি করেছেন অভিযু্ক্ত বাউন্সার। কয়েকজন পথচারী গুরগাঁও-ফরিদাবাদ এক্সপ্রেসওয়েতে খুশবু চকে তাঁর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ধর্ষিতার মায়ের অভিযোগ, মেয়ে ২০১৭-র মার্চে ধর্ষণের মামলা রুজু করেন, সন্দীপ তা প্রত্যাহারের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন। তাঁদের নাথুপুরের বাড়িতে গতকাল খুব সকালে হাজির হন সন্দীপ, তাঁর গাড়িতে কিছু কথা বলার আবেদন করেন মেয়েকে। মেয়ে ভিতরে উঠে বসতেই জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে যান। কয়েক ঘন্টা বাদে ফোন করে আমায় হুমকি দেন, মামলা না তুললে মেয়েকে মেরে ফেলবেন। ধর্ষিতার মায়ের অভিযোগ, শুক্রবার ধর্ষণ মামলার শুনানি ছিল। মেয়ে বিবৃতি নথিবদ্ধ করতে কারনাল থেকে গুরগাঁও এসেছিল। ধর্ষিতা গত চার বছর একটি নাইট ক্লাবে কাজ করছিলেন। সেখানে বাউন্সার হিসাবে কর্মরত সন্দীপের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। ২০১৭-য় সন্দীপের বিরুদ্ধে তিনি ধর্ষণের অভিযোগে মহিলা থানায় এফআইআর দায়ের করেন। গুরগাঁও পুলিশ তাঁকে গ্রেফতার করে। তবে তিনি জামিন পান। ধর্ষিতার মায়ের অভিযোগের ভিত্তিতে সন্দীপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















