এক্সপ্লোর
১০ নভেম্বরের পর নীতীশ আর বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন না, দাবি চিরাগের
চিরাগের বক্তব্য, 'অহংকারের কারণে অতীতে আমআদমি বড় বড় মানুষকেও ক্ষমতা থেকে উচ্ছেদ করেছে। এবারও তাই হবে। বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর কোনও রোডম্যাপ নেই।'

পটনা: “আমাকে দিয়ে লিখিয়ে নিতে পারেন যে নীতীশ কুমার ১০ই নভেম্বরের পর আর কখনই বিহারের মুখ্যমন্ত্রী পদে থাকবেন না। মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফার নির্বাচনে খাগাড়িয়ায় নিজের ভোট দেওয়ার আগে এমনই বললেন লোক জনশক্তি পার্টি-প্রধান চিরাগ পাসোয়ান। বিহারে দ্বিতীয় দফার নির্বাচনে ৯৪টি কেন্দ্রে ভোট হচ্ছে।নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের জন্য এলজেপি মোট ৫২ জন প্রার্থীকে দাঁড় করিয়েছে। ৪৩ টি আসনে জেডি(ইউ) প্রার্থীরাও দাঁড়িয়েছেন। তৃতীয় ও সর্বশেষ পর্যায়ের ভোটগ্রহণ আগামী ৭ নভেম্বর হবে, এবং ভোট গণনা ১০ নভেম্বর। পাসওয়ান বলেন, “আমার নীতি হল “বিহার প্রথম, বিহারী প্রথম”। চার লক্ষ বিহারির পরামর্শে ভিশন ডকুমেন্ট তৈরি করা হয়েছে। আমি সেই অনুযায়ী কাজ করে যেতে চাই।' চিরাগের বক্তব্য, 'অহংকারের কারণে অতীতে আমআদমি বড় বড় মানুষকেও ক্ষমতা থেকে উচ্ছেদ করেছে। এবারও তাই হবে। বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর কোনও রোডম্যাপ নেই।' এদিকে, মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী , রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা তেজস্বী যাদব বলেন, 'পরিবর্তনের সুনামি' হতে চলেছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মূল্যস্ফীতির বিষয়কে সামনে রেখে জনগণ ভোট দেবেন। অমিত শাহ অবশ্য জানিয়ে দিয়েছেন, জেডি(ইউ) বিজেপির থেকে কম আসন পেলেও নীতীশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















