অ্য্যাক্সিস ব্যাঙ্কের লাইসেন্স বাতিলে কোনও পদক্ষেপ নয়, জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক
নয়াদিল্লি: অ্যাক্সিস ব্যাঙ্ক বেআইনি কাজকারবার করেছে বলে ওঠা অভিযোগ নিয়ে বিবৃতি দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। অ্যাক্সিস ব্যাঙ্কের ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল করার উদ্দেশ্যে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে তারা। কেন্দ্রীয় ব্যাঙ্কের বিবৃতিতে বলা হয়েছে, অ্যাক্সিস ব্য়াঙ্কের কয়েকটি শাখায় নির্দিষ্ট ব্যাঙ্ক নোট জমা বা বদলের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের বড়সড় অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করতে কোনও উদ্যোগ নেয়নি আরবিআই। মিডিয়ার একাংশে গুজব ছড়িয়েছে যে, ব্যাঙ্কিং লাইসেন্স খোয়াতে চলেছে ওরা। সে ব্যাপারেই রিজার্ভ ব্যাঙ্কের এই সংশোধনী।
রিজার্ভ ব্যাঙ্ক বিবৃতি দেওয়ার আগে অ্যাক্সিস ব্যাঙ্কের তরফেও দাবি করা হয়, তাদের লাইসেন্স কেড়ে নেওয়া হতে পারে, এমন খবর পুরোপুরি মিথ্যা। বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) ফাইলিং-এ তারা বলে, একটি আঞ্চলিক সংবাদপত্রে ব্যাঙ্কের কাজকর্ম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে যে মিথ্য়া, সারবত্তাহীন সংবাদ বেরিয়েছে, সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। “