এক্সপ্লোর
Advertisement
জিনস পরে মন্ডপে এলে সেই মেয়েকে বিয়ে করবে না কোনও ছেলে, বললেন কেন্দ্রীয় মন্ত্রী
নয়াদিল্লি: বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের প্রতিমন্ত্রী সত্যপাল সিংহের। পোশাক-বিধি নিয়ে ইদানিং নানা সময় দেশে যে ধরনের বিতর্ক, বিতন্ডা মাথাচাড়া দিচ্ছে, সেই প্রেক্ষাপটে তিনি বলেছেন, বিয়ের মঞ্চে পাত্রী জিনস পরে যেমন কোনও ছেলে তাকে বিয়ে করবে না, তেমনই কোনও সাধু চেনা বসন ছেড়ে জিনস পরলে তাঁকেও কেউ শ্রদ্ধা-ভক্তি করবে না।
রবিবার গোরখপুরে গোরখনাথ মন্দিরে মহারানা প্রতাপ শিক্ষা পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে একদল পড়ুয়ার সামনে ভাষণে এ কথা বলেন সত্যপাল। তাঁকে স্মারক দিয়ে সম্মান জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
দেশে বেশ কিছুদিন ধরেই কী খাওয়া উচিত, কোথায়, কোন পোশাকে যাওয়া ভাল, তা নিয়ে বিতর্ক চলছে। সত্যপাল হিন্দু সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকা মূল্যবোধ পরিচর্যায় পরিষদের ভূমিকাকে সাধুবাদ দিয়ে শিক্ষা ও স্বাস্থ্যের প্রসারে তাদের অবদানেরও প্রশংসা করেন। প্রসঙ্গত, গোরখনাথ মন্দির হাসপাতাল, ব্লাড ব্যাঙ্ক, আয়ুর্বেদ চিকিত্সা কেন্দ্র চালায়।
সত্যপাল শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের যোগ থাকা উচিত বলে অভিমত জানান। পাশাপাশি শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির মানবিক মূল্যবোধ ছড়ানো উচিত, এও বলেন।
সত্যপালের বক্তব্য, মঠ-মন্দিরগুলি সবসময় শিক্ষা, সংস্কৃতির প্রসারে যু্ক্ত থেকেছে। গোরক্ষপীঠও এই ধারা এগিয়ে নিয়ে যাওয়ার বড় ভূমিকা পালন করেছে।
পাশাপাশি যোগী আদিত্যনাথের হাতে শাসনভার যাওয়া উত্তরপ্রদেশের সৌভাগ্য বলেও মন্তব্য করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement