এক্সপ্লোর
Advertisement
আহমেদ পটেলের গুজরাত রাজ্যসভা ভোটে জয়ের কোনও সম্ভাবনা নেই, জানিয়ে দিলেন কংগ্রেস বিধায়ক
আমদাবাদ: গুজরাতে রাজ্যসভা ভোটের প্রাক্কালে সঙ্কটে পড়া কংগ্রেসের বিপদ ক্রমশ বাড়ছে। প্রাক্তন প্রথম সারির দলীয় নেতা শঙ্কর সিংহ বাঘেলার ঘনিষ্ঠ বলে পরিচিত বিধায়ক রাঘবজী প্যাটেল এবার দল ছেড়ে বিজেপিতে যোগদানের ইঙ্গিত দিলেন।
৮ আগস্টের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হওয়া আহমেদ পটেলের জয়ের কোনও সম্ভাবনাই নেই বলে পরিষ্কার জানিয়ে দিলেন রাঘবজী।
তিনি বলেছেন, দলে যা ঘটছে, সেজন্য দায়ী রাজ্য নেতৃত্ব ও কংগ্রেস হাইকম্যান্ড। আসছে দিনগুলিতে আরও প্রায় ২০ জন কংগ্রেস বিধায়ক দল ছাড়বেন। ফলে আহমেদ পটেলের পক্ষে রাজ্যসভা ভোটে জেতা অসম্ভব। সম্প্রতি আহমেদ ভাইয়ের সঙ্গে দেখা হলে তাঁকে পরিস্থিতি বুঝিয়ে না লড়ার পরামর্শ দিয়েছিলাম। কংগ্রেসের গুজরাতের রাজ্যসভা আসনটা জিততে পারবে না বলেই আমার দৃঢ় বিশ্বাস।
জামনগর (গ্রামীণ)-এর বিধায়ক এও বলেন, গুজরাতে যেহেতু প্রধান দল দুটোই, আমার কাছে কংগ্রেস ছাড়লে বিজেপিই একমাত্র ঠাঁই। বিজেপি জাতীয় সভাপতি অমিত শাহ, রাজ্য সভাপতি জিতুভাই ভাগানির সঙ্গে কথা হয়েছে আমার। শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন জামনগরের আরেক কংগ্রেস বিধায়ক ধর্মেন্দ্রসিংহ জাডেজাও।
প্রসঙ্গত গত ২ দিনে ৬ জন কংগ্রেস বিধায়ক ইস্তফা দিয়েছেন। তাঁদেরই তিনজন বিজেপিতে যোগ দিয়েছেন। সেই তিনজনের অন্যতম বলবন্তসিংহ রাজপুতকে বিজেপি আহমেদ পটেলের বিরুদ্ধে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করেছে। ১৮২ সদস্যের গুজরাত বিধানসভায় কংগ্রেসের শক্তি নেমে এসেছে ৫১-য়।
গুজরাত থেকে মোট ১১ রাজ্যসভা সদস্যের মধ্যে তিনজন, বিজেপির স্মৃতি ইরানি ও দিলীপভাই পান্ড্য ও কংগ্রেসের আহমেদ পটেলের মেয়াদ শেষ হচ্ছে ১৮ল আগস্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement