দীর্ঘমেয়াদী মূলধনী লাভের ওপর কর নয়, জানালেন জেটলি
নয়াদিল্লি: শেয়ার মার্কেটে লগ্নি করা দীর্ঘমেয়াদী মূলধন লাভের ওপর কোনও কর বসানোর অভিপ্রায় নেই কেন্দ্রের। রবিবার এমনটাই জানিয়ে দিলেন অরুণ জেটলির।
গতকাল, মুম্বইতে একটি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দেন, মূলধন বাজারে এবার কর বাড়াতে পারে সরকার। সেখানে তিনি বলেছিলেন, জাতীয় কোষাগার ভরানোর দায়িত্ব শেয়ার মার্কেটেরও নেওয়া উচিত।
এই প্রসঙ্গে এদিন জেটলি দাবি করেন, সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আশ্বাস দেন, এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই।
প্রসঙ্গত, মোদীর মন্তব্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে আশঙ্কার মেঘ তৈরি হয়। এদিন সেই আশঙ্কাকে দূর করার জন্য জেটলি জানান, সংবাদমাধ্যমের একাংশে প্রধানমন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
জেটলির দাবি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, প্রধানমন্ত্রী এমন কোনও মন্তব্য করেননি। তিনি আশ্বস্ত করেন, সরকারের এমন কোনও উদ্দেশ্য নেই।
এখানে বলে রাখা প্রয়োজন, দীর্ঘমেয়াদী মূলধন লাভ বর্তমানে করের আওতার থেকে বাইরে। তবে, এর জন্য অন্ততপক্ষে এক বছরের জন্য ওই মূলধনকে শেয়ার বাজারে লগ্নি করতে হবে।