এক্সপ্লোর
সাম্প্রদায়িক উস্কানিমূলক বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ, গ্রেফতার চেন্নাইয়ের বেকারির মালিক
‘জৈনস বেকারিজ অ্যান্ড কনফেকশনারিজ’ অনলাইনে ব্যবসা চালাচ্ছে। ওই বেকারির মালিক হোয়াটসঅ্যাপে একটি বিজ্ঞাপন শেয়ার করেন বলে অভিযোগ।

ফাইল ছবি
চেন্নাই: বিজ্ঞাপনের মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল চেন্নাইয়ের একটি বেকারির মালিককে। তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা এবং শান্তিভঙ্গ করার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‘জৈনস বেকারিজ অ্যান্ড কনফেকশনারিজ’ অনলাইনে ব্যবসা চালাচ্ছে। ওই বেকারির মালিক হোয়াটসঅ্যাপে একটি বিজ্ঞাপন শেয়ার করেন বলে অভিযোগ। ওই বিজ্ঞাপনে লেখা ছিল, ‘অর্ডারের ভিত্তিতে জৈনরাই খাবার তৈরি করছেন। কোনও মুসলিম কর্মী নেই।’ সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপন ভাইরাল হয়। এরপরেই ওই বেকারির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
দেশে করোনা সংক্রমণের জন্য অনেকেই তবলিগি জামাতকে দায়ী করছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সরব। রাজনৈতিক নেতারাও এ বিষয়ে সরব। ফলে লকডাউনের মধ্যেই চাপানউতোর চলছে। এরই মধ্যে চেন্নাইয়ের বেকারির এই বিজ্ঞাপন হিংসায় উস্কানি দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। সেই কারণেই বেকারির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
Advertisement























