এক্সপ্লোর
Advertisement
নোবেল চুরি: বোলপুরে ব্যাপক তল্লাশি অভিযান সিআইডি-র
কলকাতা: রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেলের সন্ধানে বোলপুর সহ গোটা বীরভূম জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে সিআইডি।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি প্রদীপ বাউরি নামে এক বাউল গায়ককে জেরার পর গ্রেফতার করে পুলিশ। সিআইডি জানিয়েছে, জেরায় এই বাউল গায়কের সঙ্গে নোবেল চুরির প্রত্যক্ষ যোগের প্রমাণ মিলেছে। সূত্রের খবর, অভিযুক্তদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল প্রদীপ। এমনকী যথাসময়ে তাদের ভিন রাজ্যে পালানোর সুযোগও করে দেয় সে। পুলিশ জানিয়েছে, প্রদীপের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বীরভূমে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। জেরায় যাদের নাম উল্লেখ করেছে সে, তাদের খোঁজেও অভিযান চালানো হচ্ছে। ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে বোলপুরের বাসিন্দা সঞ্জয় হাজরা নামে এক ব্যক্তিকে।
এক আইপিএস অফিসার জানিয়েছেন, বাউরি এবং হাজরা দুজনেরই ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে।
সিআইডি অফিসার সূত্রে খবর, প্রদীপকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত এক বাংলাদেশী। নাম মহম্মদ হোসেন শিপুল। সে-ই এই প্লটের মাস্টারমাইন্ড। এছাড়াও রয়েছে ২ ইউরোপীয়। নোবেল চুরি কাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে, অপরাধীদের আশ্রয় দেওয়া এবং নিরাপদে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সালে বিশ্বভারতী-র মিউজিয়াম থেকে চুরি যায় রবীন্দ্রনাথের নোবেল পদকটি। সিবিআই এই তদন্তের দায়িত্ব নিলেও কোনও কিনারা করতে পারেনি। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের শুরু হয় রবীন্দ্রনাথের নোবেল চুরির তদন্ত। নোবেল চুরির তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে রাজ্য সরকার। কলকাতা পুলিশ ও সিআইডি যৌথভাবে এই তদন্ত প্রক্রিয়া শুরু করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement