(Source: ECI/ABP News/ABP Majha)
ফেব্রুয়ারি শেষের আগে বাজারে নোট-পরিস্থিতি স্বাভাবিক নয়: অরুন্ধতি ভট্টাচার্য
আমদাবাদ: বাজারে নগদ জোগানের পরিস্থিতি স্বাভাবিক হতে আরও প্রায় দুমাস সময় লাগবে বলেই মনে করছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য।
গত ৮ নভেম্বর দেশজুড়ে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আশ্বাস দিয়েছিলেন ৫০ দিনের (অর্থাৎ ২০১৬ সালের শেষ) মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
যদিও, সেই সময়সীমা পেরিয়ে গেলেও, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই প্রেক্ষিতে মঙ্গলবার, অষ্টম ভাইব্র্যান্ট গুজরাত সম্মেলনে বক্তব্য রাখার ফাঁকে তিনি বলেন, ফেব্রুয়ারির শেষ নাগাদ (নোট বাতিলের ফলে নগদ জোগানের আকাল) পরিস্থিতি স্বাভাবিক হবে।
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চেয়ারপার্সন জানান, গ্রাহকদের যাতে লাইনে না দাঁড়াতে হয়, তার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে এসবিআই। তাঁর দাবি, ব্যাঙ্ক থেকে যথেষ্ট পরিমাণ নগদ বিভিন্ন ব্রাঞ্চে পাঠানো হচ্ছে, যাতে মানুষজন নিজেদের ইচ্ছেমতো টাকা তুলতে পারে।
পাশাপাশি, এদিন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়েও ডিজিটাল লেনদেনের ওপর জোর দেন অরুন্ধতী। বলেন, একটা সময় বাজারে নগদের জোগান স্বাভাবিক হবে। তখন আমরা যদি ডিমোনেটাইজেশনের আগের মতই আচরণ করি, তাহলে এর কোনও লাভ হবে না।
তাই সকলকে ডিজিটাল মাধ্যমের সম্পর্কে সচেতন হতে হবে। ডিজিটাল লেনদেনের বিষয়ে আরও প্রচার চালাতে হবে। যাতে করে এটি জনপ্রিয় হয়।